Petrol Diesel Prices Hike : এক সপ্তাহে ৪ টাকা প্রতি লিটারে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন আজ কত টাকা বাড়ল....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Prices Hike : দেখে নিন আজ বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম-
পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সপ্তাহটা শুরু করল সরকারি তেল সংস্থাগুলি ৷ সোমবার পেট্রোলের দাম প্রায় ৩০ পয়সা প্রতি লিটার ও ডিজেল ৩৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে (Petrol Diesel Prices Hike) ৷ এদিন দেশের চার মহানগর-সহ অন্যান্য শহরেও দাম বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের ৷ অল্প অল্প করে বাড়িয়ে গত এক সপ্তাহে পেট্রোলের দাম প্রায় ৪ টাকা বাড়ানো হয়েছে ৷ ডিজেলেরও প্রায় একই দাম বেড়েছে ৷ এর আগে অবশ্য প্রায় ১৩৭ দিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির রেখেছিল সরকারি তেল সংস্থাগুলি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷