১০ লাখ টাকা পার্সোনাল লোন নিচ্ছেন? ৩, ৫ ও ৭ বছর মেয়াদে কত EMI দিতে হবে দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Personal Loan Calculator: লোন শুধু নিলেই হবে না। শোধ করতেও হবে। প্রতি মাসে সুদ সমেত বকেয়া টাকা শোধ করতে হয়। একে বলে ইএমআই।
advertisement
advertisement
ব্যাঙ্ক অনুযায়ী পার্সোনাল লোনে সুদের হারে পরিবর্তিত হয়। বর্তমানে স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোনে ১১.২৫ শতাংশ হারে সুদ নিচ্ছে। এখন যদি এই সুদের হারে ৩ বছর মেয়াদে কেউ ১০ লাখ টাকার পার্সোনাল লোন নেন, তাহলে পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী তাঁকে প্রতি মাসে ৩২,৮৫৭ টাকা ইএমআই দিতে হবে। শুধু সুদ হিসেবে শোধ করতে হবে ১,৮২,৮৬০ টাকা।
advertisement
advertisement
advertisement
এখানে লক্ষ্য করার বিষয় হল, সময় বা মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে মাসিক ইএমআই-এর পরিমাণ কমছে। কিন্তু একইসঙ্গে সুদ বেশি দিতে হবে। ৩ বছর মেয়াদে যখন সুদ এবং আসল মিলিয়ে ১১,৮২,৮৬০ টাকা শোধ করবেন সেখানে ৫ বছরে ১৩,১২,০৩৮ টাকা ৭ বছরে মেয়াদে ১৪,৪৯,৩৫০ টাকা শোধ করতে হচ্ছে। সোজা কথায়, গ্রাহকের উপর ইএমআই-এর বোঝা একদিকে যেমন কমছে, অন্য দিকে তেমনই সুদ হিসেবে বেশি টাকা শোধ করতে হচ্ছে।