Pension Schemes: স্বামী-স্ত্রী একসঙ্গে এই অ্যাকাউন্ট খুললে প্রতি মাসে ১০,০০০ টাকা পেনশন পেতে পারেন; জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Pension Schemes: এই স্কিমের সুবিধাগুলি পেতে, একজনকে ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম দিতে হবে।
advertisement
advertisement
জেনে নেওয়া যাক এই সরকারি স্কিম নিয়ে-অবসর গ্রহণের সময় বা অবসর গ্রহণের পরে যাঁরা তাঁদের ব্যয় মেটাতে সক্ষম নন বা যাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাঁদের জন্য অটল পেনশন স্কিম অর্থাৎ APY চালু করা হয়েছে। ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে যে কোনও ব্যক্তি অটল পেনশন স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এর জন্য তাঁদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেতে হবে। দেশের যে কোনও নাগরিক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
advertisement
অটল পেনশন প্রকল্পের সুবিধা -এই স্কিমের সুবিধাগুলি পেতে, একজনকে ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম দিতে হবে। এর পরে, একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক পেনশন শুরু হবে। মেয়াদের উপর নির্ভর করে, ১০০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে পেনশন দেওয়া হয়। APY স্কিম আয়করের ধারা ৮০সিসিডি-এর অধীনে ছাড় প্রদান করে। এর সঙ্গে এতে ২ লক্ষ টাকা পর্যন্ত কর সুবিধা পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement