Pension Scheme: এক কাপ চায়ের থেকেও সস্তা এই পেনশন প্রকল্প, স্বামী-স্ত্রী ঘরে বসে পেতে পারেন মাসে ১০,০০০ টাকা!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Pension Scheme: সরকার পরিচালিত অটল পেনশন যোজনা (APY)-এর মাধ্যমে মাত্র দিনে ৭ টাকা বিনিয়োগ করে ৫,০০০ টাকার মাসিক পেনশনের গ্যারান্টি পাওয়া সম্ভব। দেশের ৭ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে এই প্রকল্পের সদস্য হয়েছেন। কীভাবে নাম নথিভুক্ত করবেন, জানতে হলে পড়ুন।
মাত্র ৭ টাকার বিনিয়োগে ভবিষ্যত সুরক্ষিতআপনি কি ভাবতে পারেন যে মাত্র দিনে ৭ টাকা সঞ্চয় করে আপনার ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করা যায়? অটল পেনশন যোজনা এটি সম্ভব করেছে। মূলত যারা নিয়মিত পেনশন প্রকল্পের আওতায় নেই, তাদের জন্য এই প্রকল্পটি তৈরি হয়েছে। মাত্র সামান্য বিনিয়োগে, এই প্রকল্প মাসে ৫,০০০ টাকার পেনশনের নিশ্চয়তা দেয়।
advertisement
advertisement
অটল পেনশন যোজনার নাম নথিভুক্ত করার পদ্ধতিএই প্রকল্পে যুক্ত হওয়া খুবই সহজ। প্রথমেই আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যা আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত। প্রয়োজনীয় নথিপত্র ও মোবাইল নম্বর জমা দিয়ে, মাসিক কিস্তি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো-ডেবিট হিসেবে কাটা হবে। সহজ এবং দ্রুত পদ্ধতির জন্য এই প্রকল্প গ্রামীণ এবং শহুরে উভয় এলাকাতেই জনপ্রিয়।
advertisement
advertisement
advertisement