ATM-এ 'নো ক্যাশ'-এর সমস্যা ভোগাচ্ছে ? সমাধান কোন পথে জানুন...

Last Updated:
1/5
ATM সমস্যা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে ব্যবস্থা নিতে আর্জি জানালো বিশেষ সংসদীয় প্যানেল ৷ বন্ধ ATM বা যে ATM-এ লাগাতার  টাকা থাকছে না যার ফলে গ্রাহকদের লেনদেনে সমস্যা হচ্ছে তা নিয়েই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ৷
ATM সমস্যা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে ব্যবস্থা নিতে আর্জি জানালো বিশেষ সংসদীয় প্যানেল ৷ বন্ধ ATM বা যে ATM-এ লাগাতার টাকা থাকছে না যার ফলে গ্রাহকদের লেনদেনে সমস্যা হচ্ছে তা নিয়েই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ৷
advertisement
2/5
অন্যদিকে অর্থনীতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশে ATM-এর সংখ্যা অনেক কম ৷ তাই পর্যাপ্ত ATM-এর ব্যবস্থার দাবি জাননো হয়েছে ৷ গত সপ্তাহে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে তারা ৷
অন্যদিকে অর্থনীতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশে ATM-এর সংখ্যা অনেক কম ৷ তাই পর্যাপ্ত ATM-এর ব্যবস্থার দাবি জাননো হয়েছে ৷ গত সপ্তাহে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে তারা ৷
advertisement
3/5
RBI-র তথ্য অনুযায়ী দেশে ২লক্ষ ২১ হাজার ৪৯২টি ATM রয়েছে ৷ সেপ্টেম্বর ২০১৮-এর পরিসংখ্যান অনুযায়ী রয়েছে এত সংখ্যক ATM ৷ এর মধ্যে সরকারি ব্যাঙ্কের ATM মোট ১ লক্ষ ৪৩ হাজার ৮৪৪টি ৷  প্রাইভেট ব্যাঙ্কের ATM সংখ্যা ৫৯ হাজার ৬৪৫টি ৷ বিদেশি ও অ্যন্যান্য ব্যাঙ্কের ATM-এর সংখ্যা ১৮ হাজার ৷
RBI-র তথ্য অনুযায়ী দেশে ২লক্ষ ২১ হাজার ৪৯২টি ATM রয়েছে ৷ সেপ্টেম্বর ২০১৮-এর পরিসংখ্যান অনুযায়ী রয়েছে এত সংখ্যক ATM ৷ এর মধ্যে সরকারি ব্যাঙ্কের ATM মোট ১ লক্ষ ৪৩ হাজার ৮৪৪টি ৷ প্রাইভেট ব্যাঙ্কের ATM সংখ্যা ৫৯ হাজার ৬৪৫টি ৷ বিদেশি ও অ্যন্যান্য ব্যাঙ্কের ATM-এর সংখ্যা ১৮ হাজার ৷
advertisement
4/5
ডিজিটাল লেনদেনের ওপর জোর দেওয়া হলেও, ATM ব্যবহার করেন বেশি সংখ্যক মানুষ ৷ জন ধন অ্যাকাউন্টের ফলে ব্যাঙ্কের গ্রাহকও বেড়েছে ৷ তাই অকেজ ATM বা কম ATM-এর ফলে খুবই অসুবিধা হয় গ্রাহকদের ৷ এই সমস্যা অনেকদিনের যা সমাধানের প্রয়োজন ৷
ডিজিটাল লেনদেনের ওপর জোর দেওয়া হলেও, ATM ব্যবহার করেন বেশি সংখ্যক মানুষ ৷ জন ধন অ্যাকাউন্টের ফলে ব্যাঙ্কের গ্রাহকও বেড়েছে ৷ তাই অকেজ ATM বা কম ATM-এর ফলে খুবই অসুবিধা হয় গ্রাহকদের ৷ এই সমস্যা অনেকদিনের যা সমাধানের প্রয়োজন ৷
advertisement
5/5
এর সমাধানেই এবার তাই সরাসরি RBI-র দারস্থ হচ্ছে সংসদীয় প্যানেল ও আর্থিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটি ৷
এর সমাধানেই এবার তাই সরাসরি RBI-র দারস্থ হচ্ছে সংসদীয় প্যানেল ও আর্থিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটি ৷
advertisement
advertisement
advertisement