PAN-Aadhaar Link: প্যান-আধার লিঙ্কের সময়সীমা মিস করেছেন? কোনও চিন্তা নেই, এখন ঠিক কী করলে কাজ হবে, জেনে নিন

Last Updated:
কীভাবে নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করবেন? যদি কোনও ব্যক্তি ৩০ জুন, ২০২৩-এর মধ্যে তাঁদের আধার এবং প্যান লিঙ্ক করতে ব্যর্থ হন এবং পরবর্তী কালে প্যান-আধার লিঙ্ক করাতে চান, তাহলে তাঁদের জরিমানা দিতে হতে পারে।
1/7
প্যান-আধার লিঙ্ক আপডেট: আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করার শেষ তারিখ ছিল গত ৩০ জুন৷ এর মধ্যে যদি আপনি প্যান ও আধার লিঙ্ক না করে থাকেন তবে আপনার প্যানকার্ড ১ জুলাই, ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে৷ তেমন হলে বহু ক্ষেত্রেই আপনি PAN কার্ড ব্যবহার করতে পারবেন না। এমনকি, এই বার সরকারের তরফে শেষ সময়সীমা বাড়ানোর কথাও ঘোষণা করা হয়নি, যা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল।
প্যান-আধার লিঙ্ক আপডেট: আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করার শেষ তারিখ ছিল গত ৩০ জুন৷ এর মধ্যে যদি আপনি প্যান ও আধার লিঙ্ক না করে থাকেন তবে আপনার প্যানকার্ড ১ জুলাই, ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে৷ তেমন হলে বহু ক্ষেত্রেই আপনি PAN কার্ড ব্যবহার করতে পারবেন না। এমনকি, এই বার সরকারের তরফে শেষ সময়সীমা বাড়ানোর কথাও ঘোষণা করা হয়নি, যা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল।
advertisement
2/7
কিন্তু, তারপরেও থাকছে নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করার উপায়৷ সেক্ষেত্রে, কী করতে হবে?
কিন্তু, তারপরেও থাকছে নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করার উপায়৷ সেক্ষেত্রে, কী করতে হবে?
advertisement
3/7
কীভাবে নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করবেন? যদি কোনও ব্যক্তি ৩০ জুন, ২০২৩-এর মধ্যে তাঁদের আধার এবং প্যান লিঙ্ক করতে ব্যর্থ হন এবং পরবর্তী কালে প্যান-আধার লিঙ্ক করাতে চান, তাহলে তাঁদের জরিমানা দিতে হতে পারে।
কীভাবে নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করবেন? যদি কোনও ব্যক্তি ৩০ জুন, ২০২৩-এর মধ্যে তাঁদের আধার এবং প্যান লিঙ্ক করতে ব্যর্থ হন এবং পরবর্তী কালে প্যান-আধার লিঙ্ক করাতে চান, তাহলে তাঁদের জরিমানা দিতে হতে পারে।
advertisement
4/7
যদি প্যান কার্ড অকার্যকর হয়ে যায়, তাহলে এটিকে চালু করার জন্য আপনাকে একটি সহজ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই বছরের মার্চ মাসের  CBDT সার্কুলার বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১০০০ টাকা জরিমানা জমা দিলেই ৩০ দিনের মধ্যে ফের আপনার প্যান কার্ড চালু হয়ে যাবে।
যদি প্যান কার্ড অকার্যকর হয়ে যায়, তাহলে এটিকে চালু করার জন্য আপনাকে একটি সহজ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই বছরের মার্চ মাসের CBDT সার্কুলার বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১০০০ টাকা জরিমানা জমা দিলেই ৩০ দিনের মধ্যে ফের আপনার প্যান কার্ড চালু হয়ে যাবে।
advertisement
5/7
উদাহরণস্বরূপ, আপনি যদি ১০ জুলাই আধারের সাথে PAN লিঙ্ক করার জন্য একটি অনুরোধ দাখিল করেন, তবে আপনার PAN ৯ আগস্ট বা তার আগে কাজ করা শুরু করে দেবে।
উদাহরণস্বরূপ, আপনি যদি ১০ জুলাই আধারের সাথে PAN লিঙ্ক করার জন্য একটি অনুরোধ দাখিল করেন, তবে আপনার PAN ৯ আগস্ট বা তার আগে কাজ করা শুরু করে দেবে।
advertisement
6/7
 ইনকাম ট্যাক্সের  e-Filing Portal পোর্টালে যান৷ সেখানে হোমপেজ এ কুইক লিঙ্কে  ‘Link Aadhaar Status’এ ক্লিক করুন৷ প্যান ও আধার নম্বর দিন সংশ্লিষ্ট জায়গায়, তারপর ক্লিক করুন ‘View Link Aadhaar Status’.
ইনকাম ট্যাক্সের e-Filing Portal পোর্টালে যান৷ সেখানে হোমপেজ এ কুইক লিঙ্কে ‘Link Aadhaar Status’এ ক্লিক করুন৷ প্যান ও আধার নম্বর দিন সংশ্লিষ্ট জায়গায়, তারপর ক্লিক করুন ‘View Link Aadhaar Status’.
advertisement
7/7
যদি আধার-প্যান লিঙ্ক করা থাকে, তাহলে সেটা সেখানে দেখাবে৷ নয়ত, স্ক্রিনে একটি পপ আপ ভেসে উঠবে, ‘Link Aadhaar’ লেখা৷ সেটায় ক্লিক করে পর পর তথ্য ফিল আপ করে টাকা জমা দিলেই জমা পড়বে আবেদন৷
যদি আধার-প্যান লিঙ্ক করা থাকে, তাহলে সেটা সেখানে দেখাবে৷ নয়ত, স্ক্রিনে একটি পপ আপ ভেসে উঠবে, ‘Link Aadhaar’ লেখা৷ সেটায় ক্লিক করে পর পর তথ্য ফিল আপ করে টাকা জমা দিলেই জমা পড়বে আবেদন৷
advertisement
advertisement
advertisement