Operation Sindoor: ভারত-পাক সংঘাত চরমে, চলছে ভয়ঙ্কর মিসাইল হানা! পর্যটন শিল্পে কেমন আঁচ? কী বলছেন বাংলার ব্যবসায়ীরা? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Operation Sindoor: যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি থাকা সত্ত্বেও দিঘায় ভালো পরিমাণ পর্যটক আসছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কাটা তো থাকছেই। আর তার আঁচ ছুটি পর্যটন শিল্পে পড়ে তাহলে রুটি রোজগারের সমস্যা হয়ে দাঁড়াবে। জানাচ্ছেন দিঘার ব্যবসায়ীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
*দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, 'গরমের ছুটি ও দিঘা জগন্নাথ মন্দির পর্যটনে নতুন জোয়ার এনেছে। প্রতিদিনই হোটেল বুকিংয়ে ভাল সাড়া মিলেছে। আগামী এক সপ্তাহের জন্য হোটেল বুকিং ভাল হয়েছে। কিন্তু এই যুদ্ধ যুদ্ধ আবহে কী হবে তা জানি না। আমরা কিছুটা শঙ্কায় আছি।'
advertisement
