হাতে আর মাত্র ২ দিন, এটাই শেষ সুযোগ, Aadhaar Card-এর বিষয়ে এটা জানেন তো ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Aadhaar Card: এতে প্রত্যেক নাগরিককে একটি ইউনিক নম্বর এবং বায়োমেট্রিক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
আধার হল গ্রাহকের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডেটার উপর ভিত্তি করে জারি করা ১২ সংখ্যার ইউনিক আইডি নম্বর। বর্তমানে ব্যাঙ্ক সহ সমস্ত আর্থিক পরিষেবার জন্য আধার অপরিহার্য। মূলত জালিয়াতি রুখতেই এই কার্ড চালু করে কেন্দ্র সরকার। এতে প্রত্যেক নাগরিককে একটি ইউনিক নম্বর এবং বায়োমেট্রিক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
-এখানে গ্রাহককে UID নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে। এরপর ক্লিক করতে হবে ‘সেন্ড ওটিপি’ অপশনে। এখন গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।-ওটিপি লেখার পর গ্রাহককে ‘লগ ইন’-এ ক্লিক করতে হবে।
-এবার গ্রাহক যে সব তথ্য (নাম, ঠিকানা, জন্মতারিখ) আপডেট করতে চান, তা সঠিকভাবে পূরণ করতে হবে।
advertisement
advertisement







