প্রেমের এই সপ্তাহে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়। ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ১, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারেন।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
কেন না সংখ্যা ২-এর অধিপতি গ্রহ চন্দ্র। সেই জন্যেই-
- এঁরা একসঙ্গে ভাল থাকেন, বিপরীতমুখী স্বভাব এঁদের পরস্পরের প্রতি টান বৃদ্ধি করে।
- আসলে সূর্য শক্তিশালী, স্বাধীনচেতা, স্বভাবে কিছু উগ্র, আত্মবিশ্বাসে পূর্ণ। সূর্যের এই গুণাগুণ নিয়ন্ত্রণে থাকে চন্দ্রের কোমলতা, বিশুদ্ধতা, নমনীয়তা, আত্মসম্মানবোধ এবং সারল্যে।
- যখনই সূর্যস্বভাব সংখ্যা ১ স্বভাবের উগ্রতায় কিছু ভুল পদক্ষেপ করতে যান, তা সামলে দিতে পারেন চন্দ্রস্বভাব সংখ্যা ২।
- পারিবারিক হোক বা পেশাদার জীবন, এঁরা সব সময়েই একে অপরকে পূর্ণ করেন, সেই জন্যে এঁদের সম্পর্কের রসায়নও হয় নিবিড়।
- সূর্যস্বভাব সংখ্যা ১ প্রতি পদে গুরুভাবাপন্ন সংখ্যা ৩-এর উচিত পরামর্শ লাভ করে থাকেন।
- সংখ্যা ৩-এর সঠিক জ্ঞান আর বুদ্ধিমত্তা পরিশ্রমী সংখ্যা ১-এর সঙ্গে একত্র হলে তা জীবনে সার্থকতার সোপান রচনা করে।
- সূর্যস্বভাব সংখ্যা ১ বুদ্ধিমান নিঃসন্দেহে, কিন্তু তার বিকাশ প্রতিনিয়ত সম্ভব হতে পারে সংখ্যা ৩-এর সাহচর্যে, দিক নির্দেশনায়।
- এঁদের উভয়েরই স্বভাব বন্ধুত্বপূর্ণ, অতএব সম্পর্কে অহংবোধের কোনও স্থান থাকে না।