UPS না NPS ? কোনটা থেকে আপনি বেশি লাভবান হবেন ? বুঝে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
NPS vs UPS: কোন পেনশন স্কিম থেকে মিলবে বেশি টাকা ? এই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে চলছে জল্পনা ৷
দেশের লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম নিয়ে আসতে চলেছে সরকার ৷ এই খবর প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন ঘুরছে সরকারি কর্মীদের মাথায় ৷ ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) না এনপিএস ? অবসরের পর কোনটা বেশি লাভজনক হতে চলেছে ৷ কোন পেনশন স্কিম থেকে মিলবে বেশি টাকা ? এই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে চলছে জল্পনা ৷
advertisement
advertisement
NPS ও UPS-এর তফাৎ বুঝতে ক্যালকুলেশন ৷ ইউপিএস-এ অবসরের আগের বছরের গড় বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন হিসেবে পাবেন ৷ এর জন্য ২৫ বছর চাকরি করতে হবে ৷ অন্যদিকে এনপিএস-এর ক্ষেত্রে আপনার বিনিয়োগের অঙ্কের উপরে আপনার পেনশনের টাকা নির্ভর করবে ৷ ইউপিএস-এ ১০ বছর চাকরি করলে মাসে ১০ হাজার টাকা পেনশন পাবেন নিশ্চিত ভাবে ৷ এনপিএস-এর ক্ষেত্রে এরকম কোনও নিয়ম নেই ৷
advertisement
advertisement