উঠে যাবে OTP, চালু হবে নয়া ব্যবস্থা, অনলাইন লেনদেনে ব্যাঙ্কগুলিকে নয়া নির্দেশ RBI-এর
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
তবে বিকল্প ব্যবস্থা চালু হলেও স্মার্টফোনের প্রয়োজন ফুরবে না। কারণ প্রমাণীকরণের নতুন পদ্ধতিগুলিও কোনও না কোনওভাবে ইউজারের মোবাইল ফোনের সঙ্গে যুক্ত থাকবে।
advertisement
আরবিআই ব্যাঙ্কগুলিকে এসএমএস ভিত্তিক ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি-র বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করতে বলেছে। আসলে ইদানীং ওটিপি হাতিয়ে নিয়েও প্রতারণা চলছে। তাই বিকল্প ব্যবস্থার খোঁজ। তবে বিকল্প ব্যবস্থা চালু হলেও স্মার্টফোনের প্রয়োজন ফুরবে না। কারণ প্রমাণীকরণের নতুন পদ্ধতিগুলিও কোনও না কোনওভাবে ইউজারের মোবাইল ফোনের সঙ্গে যুক্ত থাকবে।
advertisement
advertisement
এখন প্রশ্ন হল অথেন্টিকেটর অ্যাপ কি জালিয়াতি ঠেকাতে পারবে? রুট মোবাইলের এমডি এবং সিইও রাজদীপ কুমার গুপ্তা বলছেন, তাঁর কোম্পানি বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের হয়ে প্রতি মাসে প্রায় ৪০০ কোটি ওটিপি পাঠায়। কিন্তু ডিজিটাল সিস্টেমের বৃদ্ধির সঙ্গে সঙ্গে জালিয়াতিও বাড়ছে। তাই জালিয়াতি ঠেকাতে তাঁরা ‘ট্রুসেন্স’ চালু করেছেন।
advertisement
advertisement
advertisement