UPI 123Pay: লাগবে না ইন্টারনেট, এবার ফোন কল করেই করা যাবে UPI পেমেন্ট

Last Updated:
এবার থেকে ইন্টারনেট না থাকলেও ইউপিআই-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যেতে পারে ৷ কীভাবে দেখে নিন -
1/5
 বর্তমানে ইন্টারনেট পরিষেবার জেরে একটা স্মার্টফোন থাকলেই অনেক কাজই বাড়িতে বসে সহজে করা যায় ৷ এখন আর ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইন দিতে হয় না ৷ ইন্টারনেট থাকলে বাড়িতে বসেই ব্যাঙ্কের একাধিক কাজ করা যায় ৷ কিন্তু ধরুন আপনার ইন্টারনেট শেষ হয়ে গিয়েছে বা ফিচার ফোন রয়েছে, তখন কী করবেন ? এবার থেকে ইন্টারনেট না থাকলেও ইউপিআই-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যেতে পারে ৷
বর্তমানে ইন্টারনেট পরিষেবার জেরে একটা স্মার্টফোন থাকলেই অনেক কাজই বাড়িতে বসে সহজে করা যায় ৷ এখন আর ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইন দিতে হয় না ৷ ইন্টারনেট থাকলে বাড়িতে বসেই ব্যাঙ্কের একাধিক কাজ করা যায় ৷ কিন্তু ধরুন আপনার ইন্টারনেট শেষ হয়ে গিয়েছে বা ফিচার ফোন রয়েছে, তখন কী করবেন ? এবার থেকে ইন্টারনেট না থাকলেও ইউপিআই-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যেতে পারে ৷
advertisement
2/5
বর্তমানে বেসরকারি ব্যাঙ্ক HDFC ইউপিআই-এর সঙ্গে যুক্ত ৩টি ডিজিটাল প্রোডাক্টস লঞ্চ করেছে ৷ এগুলি হচ্ছে UPI 123Pay, আইবিআর-এর মাধ্যমে পেমেন্ট, মার্চেন্ট ট্রানজাকশনের জন্য ইউপিআই প্লাগ-ইন-সার্ভিস ও অটোপে ওন কিউআর কোড ৷
বর্তমানে বেসরকারি ব্যাঙ্ক HDFC ইউপিআই-এর সঙ্গে যুক্ত ৩টি ডিজিটাল প্রোডাক্টস লঞ্চ করেছে ৷ এগুলি হচ্ছে UPI 123Pay, আইবিআর-এর মাধ্যমে পেমেন্ট, মার্চেন্ট ট্রানজাকশনের জন্য ইউপিআই প্লাগ-ইন-সার্ভিস ও অটোপে ওন কিউআর কোড ৷
advertisement
3/5
UPI 123Pay: Payment via IVR  UPI 123Pay এর মাধ্যমে যে কেউ ফোন কল করে সহজেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ ইন্টারনেট বা স্মার্টফোন না থাকলেও করা যাবে পেমেন্ট ৷ গ্রাহকরা IVR এর মাধ্যমে সহজেই পরিষেবার জন্য বুকিং ও পেমেন্ট করতে পারবেন ৷
UPI 123Pay: Payment via IVR UPI 123Pay এর মাধ্যমে যে কেউ ফোন কল করে সহজেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ ইন্টারনেট বা স্মার্টফোন না থাকলেও করা যাবে পেমেন্ট ৷ গ্রাহকরা IVR এর মাধ্যমে সহজেই পরিষেবার জন্য বুকিং ও পেমেন্ট করতে পারবেন ৷
advertisement
4/5
UPI Plug-In Service for Merchant Transactions- UPI Plug-In Service ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা সহজ করে দেয় ৷ কেনাকাটার সময় আলাদা আলাদা অ্যাপসের মধ্যে স্যুইজ করার দরকার পড়বে না ৷
UPI Plug-In Service for Merchant Transactions- UPI Plug-In Service ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা সহজ করে দেয় ৷ কেনাকাটার সময় আলাদা আলাদা অ্যাপসের মধ্যে স্যুইজ করার দরকার পড়বে না ৷
advertisement
5/5
AutoPay on QR codes AutoPay on QR codes আপনাকে UPI QR কোড ব্যাবহার করে সহজেই অটোমেটিক পেমেন্ট সেট করার সুবিধা দেওয়া হয় ৷ স্ট্রিমিং পরিষেবা, সাবস্ক্রিপশন ইত্যাদির জন্য প্রতিবার ম্যানুয়াল ভাবে পেমেন্ট না করে অটোমেটিক পেমেন্ট করার জন্য ব্যবহার করা যাবে ৷
AutoPay on QR codes AutoPay on QR codes আপনাকে UPI QR কোড ব্যাবহার করে সহজেই অটোমেটিক পেমেন্ট সেট করার সুবিধা দেওয়া হয় ৷ স্ট্রিমিং পরিষেবা, সাবস্ক্রিপশন ইত্যাদির জন্য প্রতিবার ম্যানুয়াল ভাবে পেমেন্ট না করে অটোমেটিক পেমেন্ট করার জন্য ব্যবহার করা যাবে ৷
advertisement
advertisement
advertisement