Money Making Tips: বাড়িতে বসেই আয় করতে পারবেন হাজার হাজার টাকা, দেখে নিন কীভাবে ?
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
খুব স্বল্প টাকা বিনিয়োগ করে এই ব্যাবসা যা উপার্জন এনে দেবে শুনলে মাথায় হাত দেবেন আপনি!
advertisement
advertisement
তবে কি এই চাষ।এখানে বলা হচ্ছে, মাশরুম চাষের ব্যবসা সম্পর্কে। এই ব্যবসা করে প্রতি মাসে হাজার থেকে লক্ষ টাকা উপার্জন করতে পারেন। মাত্র ২ থেকে ৩ হাজার টাকা বিনিয়োগ করে মাশরুম চাষের ব্যবসা শুরু করা যায়। ছোট ঘরেও মাশরুম চাষের ব্যবসা শুরু করা যায়। তাতেও দেড় দু'মাস পরে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব।
advertisement
গত কয়েক বছরে দেশে মাশরুমের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর দামও পাওয়া যাচ্ছে প্রচুর। যার ফলে চাষিরা মাশরুম চাষ থেকে ভাল অর্থ উপার্জন করতে পারছেন। মাশরুম চাষি পূজা পাল আমাদের জানান, মার্চ থেকে অক্টোবর মাস মাশরুম চাষের জন্য উপযুক্ত সময়।এটি তৈরি করতে, খড়ের সঙ্গে কিছু বিশেষ রাসায়নিক যোগ করা হয়, এই রাসায়নিক ব্যবহারে খড় জৈব সারে রূপান্তরিত হয়, এই পুরো প্রক্রিয়াটি প্রায় ৩০ দিন সময় নিতে পারে।
advertisement
advertisement
এই ব্যবসা শুরু করার জন্য, একটি শেড এলাকা প্রয়োজন। পাশাপাশি মাশরুম চাষ করার জন্য আলাদা জায়গাও প্রস্তুত করতে হবে। যেখানে মাশরুম চাষ করা হয়, সেখানে শেডের পাশাপাশি সঠিক বায়ুচলাচল খুবই গুরুত্বপূর্ণ, যা ফসলের মান উন্নত করে। সঠিক বায়ু চলাচলের পাশাপাশি, কম্পোস্ট সার ভালো মানের হওয়া খুব গুরুত্বপূর্ণ, অন্যথায় ফসলের গুণমান ক্ষতিগ্রস্ত হয়।