দারুণ খবর ! টাকা জমা বা তোলার ক্ষেত্রেই নয়, বিনামূল্যে ATM কার্ডের ৮ পরিষেবা সরাসরি
Last Updated:
এটিএম কার্ডের সাহায্যে একাধিক মুশ্কিল আসান
advertisement
advertisement
advertisement
advertisement
আয়কর প্রদান : দেশের বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক ATM এর মাধ্যমে আয়কর জমা দেওয়ার বিশেষ সুবিধা রয়েছে ৷ এর মধ্যে অগ্রিম কর, সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, নিয়মিত নির্ধারণের পরে কর মেটাতে হয় ৷ ATM এর মাধ্যমে কর জমা দেওয়ার সুবিধা পেতে সবার আগে নথিভুক্ত করতে হবে ৷ অ্যাকাউন্ট থেকে টাকা কাটার পরে ATM-এর মাধ্যমে সাইন করার সুযোগ আসবে ৷ এর ২৪ ঘণ্টা পরে ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে ৷ যেখানে সাইন ইন নম্বর প্রয়োগ করতে হবে ৷ একই সঙ্গে মুদ্রিত চালান পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
বিমার পলিসি প্রদান : এলাআইসি (LIC), এইচডিএফসি (HDFC), এসবিআই (SBI) এর মত বিমা সংস্থার সঙ্গে ব্যাঙ্কের একটি মধ্যস্থতা রয়েছে ৷ এরফলে গ্রাহকেরা ATM এর সাহায্যে প্রিমিয়াম দেওয়ার সুবিধা পান ৷ এর জন্য পলিসি ধারকের পলিসি নম্বর হাতের কাছে রাখতে হবে ৷ ATM-এর বিল বিভাগে গিয়ে সংস্থার নাম নির্বাচন করতে হবে ৷ এরপরে পলিসি নম্বর এন্টার করে জন্ম তারিখ দিতে হবে ৷ এরপরে প্রিমিয়ামের টাকার অঙ্কটি বসাতে হবে, করতে হবে কনফার্ম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
ঋণ আবেদন : ATM কার্ডের মাধ্যমে পার্সোনাল লোন আবেদন করা সম্ভব ৷ এর জন্য পোন ব্যাঙ্কিং বা ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই ৷ বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক ATM-এর মাধ্যমে গ্রাহকদের প্রিঅ্যাপ্রুভড লোনের সুবিধা প্রদান করে ৷ সেই টাকা এটিএমের মাধ্যেই পাওয়া যায় ৷ লোনের টাকার অঘঙ্ক নিশ্চিত হয় গ্রাহকের ঋণ প্রদানের ক্ষমতার উপর নির্ভর করেই ৷ এই জন্য গ্রাহকের লেনদেনের বিস্তারিত বিবরণ, অ্যাকাউন্ট ব্যালান্স, বেতনের বিস্তারিত বিবরণ ডেবিট বা ক্রেডিট কার্ডের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement