Shocking Silver Price: সোনা নয়, ৫টি বিশেষ কারণে হু হু করে বেড়ে চলেছে রুপোর দাম !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Silver Price Hike: শিল্পক্ষেত্রে বাড়তি চাহিদা, ফেড রেট কাটের সম্ভাবনা ও ডলারের দুর্বলতায় হু হু করে বাড়ছে রুপোর দাম। দেখে নিন ৫টি বড় কারণ।
advertisement
advertisement
রুপোর দাম বৃদ্ধির ৫টি কারণ-বর্তমানে বাজারে প্রায় ৬৪% সম্ভাবনা ধরা হচ্ছে যে ফেড ২৫ বেসিস পয়েন্ট (bps) হারে রেট কাট করবে। এমনকি ফেড গভর্নর স্টিফেন মিরান (Stephen Miran) পর্যন্ত ৫০ bps হ্রাসের প্রস্তাব দিয়েছেন।রেট কাট হলে ডলারের মান দুর্বল হয় এবং বন্ডের ইয়িল্ড (yield) কমে যায় — এই দুই কারণেই মূল্যবান ধাতুগুলির, বিশেষ করে সোনা ও রুপোর, দামে উর্ধ্বগতি দেখা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
