এই সরকারি কর্মচারীরা পাবেন না ২৫ লাখ টাকার Gratuity, দেখে নিন UPS-এর নিয়ম কী বলছে

Last Updated:
Gratuity Calculator: গ্র্যাচুইটি গণনা করার নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা অনুযায়ী, কর্মচারীকে তাঁর সর্বশেষ বেতনের (বেসিক পে+মহার্ঘ্য ভাতা) ১৬.৫ গুণ বা ২৫ লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা গ্র্যাচুইটি হিসেবে দেওয়া হবে।
1/6
কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে লাগু হয়েছে এই নিয়ম। মহার্ঘ্য ভাতা পৌঁছে গিয়েছে ৫০ শতাংশে। তবে সব সরকারি কর্মচারীই যে এই বিপুল পরিমাণ টাকা মহার্ঘ্য ভাতা হিসেবে পাবেন, তা নয়।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে লাগু হয়েছে এই নিয়ম। মহার্ঘ্য ভাতা পৌঁছে গিয়েছে ৫০ শতাংশে। তবে সব সরকারি কর্মচারীই যে এই বিপুল পরিমাণ টাকা মহার্ঘ্য ভাতা হিসেবে পাবেন, তা নয়।
advertisement
2/6
গ্র্যাচুইটি গণনা করার নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা অনুযায়ী, কর্মচারীকে তাঁর সর্বশেষ বেতনের (বেসিক পে+মহার্ঘ্য ভাতা) ১৬.৫ গুণ বা ২৫ লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা গ্র্যাচুইটি হিসেবে দেওয়া হবে। অর্থাৎ সব কর্মচারী ২৫ লক্ষ টাকা পাবেন না। তাঁদের চাকরির মেয়াদকাল ও বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটির পরিমাণ নির্ধারণ করা হবে।
গ্র্যাচুইটি গণনা করার নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা অনুযায়ী, কর্মচারীকে তাঁর সর্বশেষ বেতনের (বেসিক পে+মহার্ঘ্য ভাতা) ১৬.৫ গুণ বা ২৫ লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা গ্র্যাচুইটি হিসেবে দেওয়া হবে। অর্থাৎ সব কর্মচারী ২৫ লক্ষ টাকা পাবেন না। তাঁদের চাকরির মেয়াদকাল ও বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটির পরিমাণ নির্ধারণ করা হবে।
advertisement
3/6
গ্র্যাচুইটির ধরণ: সরকারি কর্মচারীদের দু’রকমের গ্র্যাচুইটি দেওয়া হয়। রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি।রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি হিসাব করার নিয়ম: প্রতি ৬ মাসের পরিষেবার জন্য, বেসিক পে + মহার্ঘ্য ভাতার এক-চতুর্থাংশ যোগ করা হয়। সর্বোচ্চ সীমা: কর্মচারীর সর্বশেষ বেতনের ১৬.৫ গুণ বা ২৫ লক্ষ টাকার মধ্যে যেটি কম হবে, সেটাই কর্মী গ্র্যাচুইটি হিসেবে পাবেন। পরিষেবার মেয়াদ: গ্র্যাচুইটি পাওয়ার জন্য একই কোম্পানিতে টানা পাঁচ বছর চাকরি করা বাধ্যতামূলক।
গ্র্যাচুইটির ধরণ: সরকারি কর্মচারীদের দু’রকমের গ্র্যাচুইটি দেওয়া হয়। রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি।রিটায়ারমেন্ট গ্র্যাচুইটিহিসাব করার নিয়ম: প্রতি ৬ মাসের পরিষেবার জন্য, বেসিক পে + মহার্ঘ্য ভাতার এক-চতুর্থাংশ যোগ করা হয়।সর্বোচ্চ সীমা: কর্মচারীর সর্বশেষ বেতনের ১৬.৫ গুণ বা ২৫ লক্ষ টাকার মধ্যে যেটি কম হবে, সেটাই কর্মী গ্র্যাচুইটি হিসেবে পাবেন।পরিষেবার মেয়াদ: গ্র্যাচুইটি পাওয়ার জন্য একই কোম্পানিতে টানা পাঁচ বছর চাকরি করা বাধ্যতামূলক।
advertisement
4/6
ডেথ গ্র্যাচুইটিঅবসরের আগেই যদি কর্মীর মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবারকে নিম্নলিখিত সূত্র অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হবে। ১ বছরের কম চাকরি করলে: বেতনের ২ গুণ। ১ থেকে ৫ বছর চাকরি করলে: বেতনের ৬ গুণ। ৫ থেকে ১১ বছর চাকরির জন্য: বেতনের ১২ গুণ। ১১ থেকে ২০ বছরের চাকরিতে: বেতনের ২০ গুণ ২০ বছরের বেশি চাকরি করলে: প্রতি ৬ মাসে অর্ধেক বেতন অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হবে।
ডেথ গ্র্যাচুইটিঅবসরের আগেই যদি কর্মীর মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবারকে নিম্নলিখিত সূত্র অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হবে।১ বছরের কম চাকরি করলে: বেতনের ২ গুণ।১ থেকে ৫ বছর চাকরি করলে: বেতনের ৬ গুণ।৫ থেকে ১১ বছর চাকরির জন্য: বেতনের ১২ গুণ।১১ থেকে ২০ বছরের চাকরিতে: বেতনের ২০ গুণ২০ বছরের বেশি চাকরি করলে: প্রতি ৬ মাসে অর্ধেক বেতন অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হবে।
advertisement
5/6
কেন্দ্রীয় সরকার আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকে 'ইউনিফাইড পেনশন স্কিম (UPS)' নামের নতুন পেনশন স্কিম চালু করতে চলেছে। এতে রয়েছে পুরনো পেনশন স্কিম (OPS) এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) -এর সমস্ত স্পেশাল ফিচার। ১০ বছরের চাকরিতে ন্যূনতম ১০ হাজার টাকার পেনশন এবং পুরো মেয়াদের চাকরিতে নির্দিষ্ট হারে পেনশন দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকার আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকে 'ইউনিফাইড পেনশন স্কিম (UPS)' নামের নতুন পেনশন স্কিম চালু করতে চলেছে। এতে রয়েছে পুরনো পেনশন স্কিম (OPS) এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) -এর সমস্ত স্পেশাল ফিচার। ১০ বছরের চাকরিতে ন্যূনতম ১০ হাজার টাকার পেনশন এবং পুরো মেয়াদের চাকরিতে নির্দিষ্ট হারে পেনশন দেওয়া হবে।
advertisement
6/6
সম্প্রতি সংসদে প্রশ্ন ওঠে, 'ইউনিফাইড পেনশন স্কিমে কি গ্র্যাচুইটি দেওয়া হবে? যেমন পুরনো পেনশন স্কিম এবং এন পিএসে দেওয়া হয়। এর উত্তরে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়,এটি ইউপিএস, এনপিএসের বিকল্প স্কিম হিসেবে আসছে। গ্র্যাচুইটি সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (ন্যাশনাল পেনশন সিস্টেম)-এর আওতায় গ্র্যাচুইটি প্রদানের নিয়ম, ২০২১" অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হবে।
সম্প্রতি সংসদে প্রশ্ন ওঠে, 'ইউনিফাইড পেনশন স্কিমে কি গ্র্যাচুইটি দেওয়া হবে? যেমন পুরনো পেনশন স্কিম এবং এন পিএসে দেওয়া হয়। এর উত্তরে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়,এটি ইউপিএস, এনপিএসের বিকল্প স্কিম হিসেবে আসছে। গ্র্যাচুইটি সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (ন্যাশনাল পেনশন সিস্টেম)-এর আওতায় গ্র্যাচুইটি প্রদানের নিয়ম, ২০২১" অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement