Senior Citizen RD Interest: প্রবীণ নাগরিকদের জন্য বিরাট খবর! রেকারিং-এ ৮% সুদ এই ব্যাঙ্কের

Last Updated:
Business: ২ বছরে রেকারিং-এ সুদের হার ৭.৫ শতাংশ, প্রবীণ নাগরিকেরা পাবেন ৮ শতাংশ হারে সুদ
1/8
দিনের পর দিন হারে জিনিসপত্রের দাম বাড়ছে সেক্ষেত্রে তেমন ভাবে সঞ্চয় হচ্ছেনা ৷ যা প্রতিটি মানুষকেই অত্যন্ত চিন্তায় রাখে ৷ প্রতীকী ছবি ৷
দিনের পর দিন হারে জিনিসপত্রের দাম বাড়ছে সেক্ষেত্রে তেমন ভাবে সঞ্চয় হচ্ছেনা ৷ যা প্রতিটি মানুষকেই অত্যন্ত চিন্তায় রাখে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
যেটুকু টাকা ব্যাঙ্কে সঞ্চিত থাকে সেই টাকাতেই অবসর জীবনের দিনগুলি কাটাতে হয় ৷ কেউ টাকা ফিক্সড করে রাখেন, কেউ বা রেকারিং অথবা আরও অন্যান্য পদ্ধতি আছে টাকা জমানোর ৷ প্রতীকী ছবি ৷
যেটুকু টাকা ব্যাঙ্কে সঞ্চিত থাকে সেই টাকাতেই অবসর জীবনের দিনগুলি কাটাতে হয় ৷ কেউ টাকা ফিক্সড করে রাখেন, কেউ বা রেকারিং অথবা আরও অন্যান্য পদ্ধতি আছে টাকা জমানোর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
অনেকেই আছেন যাঁরা চান টাকা ঝুঁকিহীন ভাবে থাকুক অথচ একটু মোটা সুদ আসুক তাঁদের জন্যই একটি বড় খবর আছে ৷ প্রতীকী ছবি ৷
অনেকেই আছেন যাঁরা চান টাকা ঝুঁকিহীন ভাবে থাকুক অথচ একটু মোটা সুদ আসুক তাঁদের জন্যই একটি বড় খবর আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (North East Small Finance Bank) এমনই এক এসএফবি যেখানে রেকারিং-এর জন্য ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (North East Small Finance Bank) এমনই এক এসএফবি যেখানে রেকারিং-এর জন্য ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
যা প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে ৷ ২ বছর মেয়াদে প্রবীণ নাগরিকেরা রেকারিং করলে ৮ শতাংশ হারে সুদ পাবেন ৷ প্রতীকী ছবি ৷
যা প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে ৷ ২ বছর মেয়াদে প্রবীণ নাগরিকেরা রেকারিং করলে ৮ শতাংশ হারে সুদ পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (North East Small Finance Bank)-এর আধিকারিক ওয়েবসাইটে জানতে পারা গিয়েছে ৩ মাসের জন্যও রেকারিং করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (North East Small Finance Bank)-এর আধিকারিক ওয়েবসাইটে জানতে পারা গিয়েছে ৩ মাসের জন্যও রেকারিং করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
তিন মাসের জন্য রেকারিং-এ সুদের হার ৪.৫ শতাংশ ৷ যদি ৯ মাস এবং এক বছরের জন্য টাকা পয়সা রাখতে হবে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (North East Small Finance Bank) সুদের হার ৫.৫০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
তিন মাসের জন্য রেকারিং-এ সুদের হার ৪.৫ শতাংশ ৷ যদি ৯ মাস এবং এক বছরের জন্য টাকা পয়সা রাখতে হবে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (North East Small Finance Bank) সুদের হার ৫.৫০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
এই ভাবে ২ বছরে রেকারিং-এ সুদের হার নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে রেকারিং ৭.৫০ শতাংশ হারে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
এই ভাবে ২ বছরে রেকারিং-এ সুদের হার নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে রেকারিং ৭.৫০ শতাংশ হারে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement