ট্যাক্স নোটিস পেলে আতঙ্কিত হবেন না, কর বিভাগ নিজেই আপনাকে সাহায্য করবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এখন অনলাইনে যে কেউ ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ স্কিমের সুবিধা নিতে পারেন।
advertisement
advertisement
এতদিন কারও আয়কর রিটার্নে সামান্য গরমিল দেখা দিলে তাকে আয়কর বিভাগের অফিসে ছুটতে হত। ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, আয়কর বিভাগের কর্মপদ্ধতি আমূল বদলে গিয়েছে। এখন অনলাইনে যে কেউ ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ স্কিমের সুবিধা নিতে পারেন। এই প্রক্রিয়ায় করদাতাদের জন্য আপিল ও ব্যক্তিগত শুনানি সহজতর করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের বা CBDT এই বিষয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, করদাতার চাহিদার ভিত্তিতে এই নতুন সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ এখন করদাতা ইচ্ছা করলে ভিডিও কলিংয়ের মাধ্যমেও আয়কর কর্মকর্তার সামনে তাঁর বক্তব্য রাখতে পারবেন। প্রক্রিয়ার এই সরলীকরণ করদাতাদের জন্য বিরাট স্বস্তি বয়ে এনেছে সন্দেহ নেই।