ক্রেডিট কার্ডের 'লেট ফি' থেকে স্বস্তি! নতুন RBI নিয়মে বদল আসছে বিল পেমেন্টে, জানুন কী ভাবে মিলবে সুবিধা
- Published by:Tias Banerjee
Last Updated:
Credit card late fees ক্রেডিট কার্ড বিল দিতে দেরি হলে আর অযৌক্তিক লেট ফি নয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-র নতুন নিয়মে আসছে বড় পরিবর্তন। ভাল করে জেনে নিন।
ক্রেডিট কার্ড বিল দিতে দেরি হলে লেট ফি গুনতে হয়—এই চিন্তা থেকে অবশেষে স্বস্তি মিলছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-র নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ সাল থেকে ক্রেডিট কার্ডের লেট ফি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন নিয়মে ব্যাঙ্ক লেট ফি ধার্য করতে পারবে ঠিকই, তবে তা হবে সীমিত, স্বচ্ছ ও যুক্তিযুক্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
