ATM Big Note Exchange: খুচরো করা এখন আর কোনও ঝক্কির কাজ নয়: ATM-গুলো এখন বড় নোট বদলে দেবে
- Reported by:BENGALI NEWS18
- Written by:Trending Desk
Last Updated:
ATM Cash Exchange: বাজারে বা দোকানে খুচরো না পাওয়ার ঝামেলা শেষ। নতুন ব্যবস্থায় ATM থেকেই বড় নোট বদলে পাওয়া যাবে ছোট মূল্যমানের টাকা, ফলে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই কমবে।
টাকা থাকলেই যে সব সমস্যার সমাধান হয়, এমনটা মনে করার কোনও কারণ নেই। আমরা অনেকেই নিজেদের পকেটে একটি ঝকঝকে ৫০০ টাকার নোট থাকার পরেও অনেক সময়েই চা কিনতে বা অটোরিকশার ভাড়া দিতে পারিনি, কারণ দোকানদার বা চালকের কাছে খুচরো ছিল না। বড় অঙ্কের নোট পকেটে রাখা সুবিধাজনক মনে হলেও দৈনন্দিন লেনদেনে তা ব্যবহার করা বেশ হতাশাজনক হতে পারে।
advertisement
এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চ-প্রযুক্তিগত সমাধানের কথা ভাবছে- দেশ জুড়ে এমন এটিএম স্থাপন করা হবে যা ১০ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার মতো ছোট অঙ্কের নোট দেবে। এই হাইব্রিড এটিএমগুলির মাধ্যমে ব্যবহারকারীরা শুধু নগদ টাকাই তুলতে পারবেন না, প্রয়োজন অনুযায়ী বড় নোটের বদলে ছোট নোটও নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement
আরবিআই-এর ভূমিকা এবং নোট সরবরাহরিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (আরবিআই) এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং হাইব্রিড এটিএমগুলিতে যাতে নগদ টাকার অভাব না হয় তা নিশ্চিত করতে আরও বেশি ছোট নোট ছাপানোর কথা ভাবছে। এই উদ্যোগের উদ্দেশ্য নগদ টাকাকে পুরোপুরি বিলুপ্ত করা নয়, বরং এটিকে আরও দক্ষতার সঙ্গে প্রচলনে রাখা।
advertisement
advertisement









