শাল-সেগুন ভুলে যান, খেতের ধার ঘেঁষে লাগালেও হবেন কোটিপতি ! দেখে নিন কী করতে হবে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Nilgiri Cultivation: এমনও এক গাছ আছে, যার কাঠ কেবল নয়, পাতা এবং বাকল বিক্রি করেও লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব।
advertisement
আধুনিক কৃষিতে দামি কাঠের গাছ লাগানোর প্রবণতা খুবই জনপ্রিয়। লাগানোর মোটামুটি ১৫ বছর পর কোটি কোটি টাকার সম্পত্তি অর্জন করা যায় কাঠ বেচে। শিরিষ, সেগুন, শাল এবং মেহগনির মতো গাছ চাষ এখন সাধারণ হয়ে উঠেছে। কিন্তু, এমনও এক গাছ আছে, যার কাঠ কেবল নয়, পাতা এবং বাকল বিক্রি করেও লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব।
advertisement
প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কৃষি উপদেষ্টা রবিকান্ত পান্ডে বলেন যে ইউক্যালিপটাসের প্লাইউড শিল্পে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। কৃষকরা এটি ক্ষেতের সীমানায় লাগাতে পারেন এবং এর সঙ্গেই অন্যান্য মরশুমি ফসল চাষ করে অর্থ উপার্জন করতে পারেন। এই গাছটি লাগাতে খুব কম খরচ হয় এবং এর খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজনও হয় না। খুব বেশি সার এবং সেচের প্রয়োজন হয় না। মজার বিষয় হল এই গাছটি চার থেকে পাঁচ বছরের মধ্যেই কাটার জন্য প্রস্তুত হয়ে যায় এবং একটি গাছ থেকে হাজার হাজার টাকা লাভ করা যায়।
advertisement
advertisement
advertisement