New Business Idea: প্রায় কোনও খরচ ছাড়াই এই ব্যবসা শুরু বিপুল টাকা লাভ করতে পারবেন !

Last Updated:
New Business Ideas: এই ব্যবসায় খরচ একেবারে নেই বললেই চলে। তবে লাভ হয় অনেকটা। 
1/5
এবার বিক্রি হচ্ছে কচুরিপানা। তাতে লাভ হচ্ছে অনেক। এমন ঘটনা দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। এই ব্যবসায় খরচ একেবারে নেই বললেই চলে। তবে লাভ হয় অনেকটা।
এবার বিক্রি হচ্ছে কচুরিপানা। তাতে লাভ হচ্ছে অনেক। এমন ঘটনা দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। এই ব্যবসায় খরচ একেবারে নেই বললেই চলে। তবে লাভ হয় অনেকটা।
advertisement
2/5
এই কচুরিপানা একসময় খাল, বিল, জলাশয়ের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। পানা কোনো জলাশয়ে জমে গেলে সেখানে মাছ চাষের সমস্যা হচ্ছিল।
এই কচুরিপানা একসময় খাল, বিল, জলাশয়ের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। পানা কোনো জলাশয়ে জমে গেলে সেখানে মাছ চাষের সমস্যা হচ্ছিল।
advertisement
3/5
সমস্যা হচ্ছিল জলনিকাশির ক্ষেত্রেও। তবে বেশ কয়েক মাস হল স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে এই পানা তুলে নিচ্ছে। এর প্রধান কারণ এই পানা বর্তমানে বিক্রি হচ্ছে। পানার শিকড় বিভিন্ন হাতের কাজের ও গর সাজানোর জিনিস তৈরির কাজে ব্যবহার হচ্ছে।
সমস্যা হচ্ছিল জলনিকাশির ক্ষেত্রেও। তবে বেশ কয়েক মাস হল স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে এই পানা তুলে নিচ্ছে। এর প্রধান কারণ এই পানা বর্তমানে বিক্রি হচ্ছে। পানার শিকড় বিভিন্ন হাতের কাজের ও গর সাজানোর জিনিস তৈরির কাজে ব্যবহার হচ্ছে।
advertisement
4/5
এছাড়া পানা শুকিয়ে ডিমের ফেলে দেওয়া ট্রের সঙ্গে ব্লেন্ড করে বল আকারে তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। এই পানা সংগ্রহের ক্ষেত্রে শুধুমাত্র মজুরি খরচা দিয়ে পানা জলাশয় থেকে তুলতে হচ্ছে। এরপর আর কোনো খরচ হচ্ছে না সেভাবে।
এছাড়া পানা শুকিয়ে ডিমের ফেলে দেওয়া ট্রের সঙ্গে ব্লেন্ড করে বল আকারে তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। এই পানা সংগ্রহের ক্ষেত্রে শুধুমাত্র মজুরি খরচা দিয়ে পানা জলাশয় থেকে তুলতে হচ্ছে। এরপর আর কোনো খরচ হচ্ছে না সেভাবে।
advertisement
5/5
এই পানা বিক্রি করে লাভ হচ্ছে অনেকটাই, সংসার সচ্ছলভাবে চালনো যাচ্ছে বলে জানিয়েছেন পার্শ্বতি কুন্ডু নামের এক মহিলা।এই পানা বিক্রি নিয়ে ধনপতি হালদার নামের এক ব্যক্তি জানিয়েছেন। পানা আগে খুব একটা কাজে লাগত না। জ্বালানি হিসাবেই ব্যবহার করা হত। তবে এটি বর্তমানে বিক্রি করে লাভের মুখ দেখা যাচ্ছে।
এই পানা বিক্রি করে লাভ হচ্ছে অনেকটাই, সংসার সচ্ছলভাবে চালনো যাচ্ছে বলে জানিয়েছেন পার্শ্বতি কুন্ডু নামের এক মহিলা।এই পানা বিক্রি নিয়ে ধনপতি হালদার নামের এক ব্যক্তি জানিয়েছেন। পানা আগে খুব একটা কাজে লাগত না। জ্বালানি হিসাবেই ব্যবহার করা হত। তবে এটি বর্তমানে বিক্রি করে লাভের মুখ দেখা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement