আপনার লকারে ‘বেকার’ পড়ে রয়েছে সোনা! নয়া ভাবনায় মোদি সরকার

Last Updated:
আপনার সোনাকে কাজে লাগাতে চাইছে সরকার
1/6
সোনা -মানুষের খুব পছন্দের একটা জিনিস ৷ সমস্ত মানুষই নিজেদের সঞ্চয়ের একটা অংস থেকে সোনা কিনে থাকেন ৷ অনেক সময় তা ব্যবহৃত হয় আবার অনেক সময়েই সেই লকারবন্দী হয়ে পড়ে থাকে ৷ তা সুরক্ষিত রাখার চেষ্টাতেই এভাবে লকারেই নিজেদের সোনা রেখে দেন ৷ Photo- File
সোনা -মানুষের খুব পছন্দের একটা জিনিস ৷ সমস্ত মানুষই নিজেদের সঞ্চয়ের একটা অংস থেকে সোনা কিনে থাকেন ৷ অনেক সময় তা ব্যবহৃত হয় আবার অনেক সময়েই সেই লকারবন্দী হয়ে পড়ে থাকে ৷ তা সুরক্ষিত রাখার চেষ্টাতেই এভাবে লকারেই নিজেদের সোনা রেখে দেন ৷ Photo- File
advertisement
2/6
সরকার চাইছে এই নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা সোনাকে অর্থনীতিতে কাজে লাগাতে চাইছে  ৷ মানুষ যে কে ধণ গচ্ছিত রেখেছেন সেটাকে আর এভাবে পড়ে থাকতে দিতে চাইছে না ৷ Photo- File
সরকার চাইছে এই নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা সোনাকে অর্থনীতিতে কাজে লাগাতে চাইছে ৷ মানুষ যে কে ধণ গচ্ছিত রেখেছেন সেটাকে আর এভাবে পড়ে থাকতে দিতে চাইছে না ৷ Photo- File
advertisement
3/6
ভারতে প্রতি বছর ৮০০ টন থেকে ১০০০ টন সোনার চাহিদা থাকে ৷ যার জেরে ভারতকে প্রতিবছর প্রচুর টন সোনা আনাতে হয় ৷ সরকারের হিসেবমতো ২০ হাজারটন সোনা কোনও কাজে না লেগে লোকের ব্যক্তিগত সম্পদ হয়ে পড়ে রয়েছে ৷ Photo- File
ভারতে প্রতি বছর ৮০০ টন থেকে ১০০০ টন সোনার চাহিদা থাকে ৷ যার জেরে ভারতকে প্রতিবছর প্রচুর টন সোনা আনাতে হয় ৷ সরকারের হিসেবমতো ২০ হাজারটন সোনা কোনও কাজে না লেগে লোকের ব্যক্তিগত সম্পদ হয়ে পড়ে রয়েছে ৷ Photo- File
advertisement
4/6
গোল্ড মানিটাইজেশন স্কিমে আগেই চালু করেছিল মোদি সরকার ৷ যাতে লকারে সোনা না রেখে ইনভেস্ট করলে তার অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারতেন সোনার মালিক বা মালকিনরা ৷ কিন্তু এই স্কিমে একেবারেই আগ্রহ দেখায়নি সাধারণ মানুষ ৷ তারা নিজেদের ঘরের সোনাকে টাকার বিনিময়েও বাজারে বার করতে রাজি নয় ৷ Photo- File
গোল্ড মানিটাইজেশন স্কিমে আগেই চালু করেছিল মোদি সরকার ৷ যাতে লকারে সোনা না রেখে ইনভেস্ট করলে তার অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারতেন সোনার মালিক বা মালকিনরা ৷ কিন্তু এই স্কিমে একেবারেই আগ্রহ দেখায়নি সাধারণ মানুষ ৷ তারা নিজেদের ঘরের সোনাকে টাকার বিনিময়েও বাজারে বার করতে রাজি নয় ৷ Photo- File
advertisement
5/6
সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ি কেন্দ্রীয় মন্ত্রীয় পীযূষ গোয়েল এবার তাই মার্কেটের শরণাপন্ন হলেন ৷ সোনাকে লকারবন্ধ না করে যাতে অর্থনীতিতে জুড়ে নিয়ে তা চাঙ্গা করা যায় তা নিয়ে পরামর্শ চাইলেন Gems and Jewellery Export Promotion Council-র বৈঠকে হাজির হয়ে পীযূষ গোয়েল এই পরামর্শ চেয়েছেন ৷ Photo- File
সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ি কেন্দ্রীয় মন্ত্রীয় পীযূষ গোয়েল এবার তাই মার্কেটের শরণাপন্ন হলেন ৷ সোনাকে লকারবন্ধ না করে যাতে অর্থনীতিতে জুড়ে নিয়ে তা চাঙ্গা করা যায় তা নিয়ে পরামর্শ চাইলেন Gems and Jewellery Export Promotion Council-র বৈঠকে হাজির হয়ে পীযূষ গোয়েল এই পরামর্শ চেয়েছেন ৷ Photo- File
advertisement
6/6
মোদি সরকার এর আগে যে নীতি বার করেছিলেন তাতে আপনার ব্যাঙ্কের লকারে থাকা সোনা ২.২৫ থেকে ২.৫০ হারে নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড করে রাখা যেতে পারত ৷ কিন্তু এতে আগ্রহ দেখাননি গ্রাহকরা ৷ Photo- File
মোদি সরকার এর আগে যে নীতি বার করেছিলেন তাতে আপনার ব্যাঙ্কের লকারে থাকা সোনা ২.২৫ থেকে ২.৫০ হারে নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড করে রাখা যেতে পারত ৷ কিন্তু এতে আগ্রহ দেখাননি গ্রাহকরা ৷ Photo- File
advertisement
advertisement
advertisement