২০২৫-এ ধনী হতে চান? এই ১৫টি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, রিটার্ন দেখলে চমকে যাবেন

Last Updated:
Mutual Fund Investments: সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারলে রিটার্নও ভাল পাওয়া যায়। যে কেউ বিনিয়োগ করতে পারেন।
1/7
নতুন রেজোলিউশন দিয়ে শুরু হয়েছে নতুন বছর। কেউ ওজন কমানোর শপথ নিয়েছেন। কেউ খারাপ অভ্যাস ত্যাগ করার। অনেকে আবার প্রতিজ্ঞা করেছেন, নতুন বছরে বিনিয়োগ থেকে মোটা টাকা রোজগার করতেই হবে। বিনিয়োগ কোনও ওয়ান ডে ম্যাচ নয়। বরং অনেকটা টেস্টের মতো। লম্বা সময়ের খেলা। পিচে টিকে থাকলে যেমন রান আসতে থাকে, তেমনই সঠিক পথে ধীরে ধীরে এগোলে একদিন মোটা টাকার কর্পাস ঠিকজমা হবে।
নতুন রেজোলিউশন দিয়ে শুরু হয়েছে নতুন বছর। কেউ ওজন কমানোর শপথ নিয়েছেন। কেউ খারাপ অভ্যাস ত্যাগ করার। অনেকে আবার প্রতিজ্ঞা করেছেন, নতুন বছরে বিনিয়োগ থেকে মোটা টাকা রোজগার করতেই হবে। বিনিয়োগ কোনও ওয়ান ডে ম্যাচ নয়। বরং অনেকটা টেস্টের মতো। লম্বা সময়ের খেলা। পিচে টিকে থাকলে যেমন রান আসতে থাকে, তেমনই সঠিক পথে ধীরে ধীরে এগোলে একদিন মোটা টাকার কর্পাস ঠিকজমা হবে।
advertisement
2/7
আর্থিক বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইলে মিউচুয়াল ফান্ডই আদর্শ। বিনিয়োগকারীর টাকা পরোক্ষে শেয়ার বাজারেই বিনিয়োগ করা হয়। তবে এতে ঝুঁকি অপেক্ষাকৃত কম। কারণ টাকা শেয়ার বাজার ছাড়াও বন্ড এবং মানি মার্কেটেও বিনিয়োগ করা হয়।
আর্থিক বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইলে মিউচুয়াল ফান্ডই আদর্শ। বিনিয়োগকারীর টাকা পরোক্ষে শেয়ার বাজারেই বিনিয়োগ করা হয়। তবে এতে ঝুঁকি অপেক্ষাকৃত কম। কারণ টাকা শেয়ার বাজার ছাড়াও বন্ড এবং মানি মার্কেটেও বিনিয়োগ করা হয়।
advertisement
3/7
মিউচুয়াল ফান্ডগুলো পরিচালনা করে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বিভিন্ন স্কিমও নিয়ে আসে তারা। সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারলে রিটার্নও ভাল পাওয়া যায়। যে কেউ বিনিয়োগ করতে পারেন। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৫০০ টাকা। বিশেষজ্ঞদের মতে, মিউচুয়াল ফান্ডে কমপক্ষে ৭ বছরের জন্য বিনিয়োগ করা উচিত। লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে, পোর্টফোলিওতে যেন সবগুলোই থাকে। ২০২৫ সালে সর্বাধিক রিটার্ন মিলতে পারে এমন কিছু ফান্ডের হদিশ দিয়েছেন অপটিমা মানি ম্যানেজার্স-এর প্রতিষ্ঠাতা এবং সিইও পঙ্কজ মঠপাল।
মিউচুয়াল ফান্ডগুলো পরিচালনা করে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বিভিন্ন স্কিমও নিয়ে আসে তারা। সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারলে রিটার্নও ভাল পাওয়া যায়। যে কেউ বিনিয়োগ করতে পারেন। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৫০০ টাকা। বিশেষজ্ঞদের মতে, মিউচুয়াল ফান্ডে কমপক্ষে ৭ বছরের জন্য বিনিয়োগ করা উচিত। লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে, পোর্টফোলিওতে যেন সবগুলোই থাকে। ২০২৫ সালে সর্বাধিক রিটার্ন মিলতে পারে এমন কিছু ফান্ডের হদিশ দিয়েছেন অপটিমা মানি ম্যানেজার্স-এর প্রতিষ্ঠাতা এবং সিইও পঙ্কজ মঠপাল।
advertisement
4/7
পঙ্কজ এ বছর যে পাঁচটি লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন সেগুলি হল - আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্লুচিপ ফান্ড, নিপ্পন ইন্ডিয়া লার্জ-ক্যাপ ফান্ড, এইচডিএফসি টপ ১০০ ফান্ড, মোতিলাল ওসওয়াল লার্জ-ক্যাপ ফান্ড এবং বাজাজ ফিনসার্ভ লার্জ-ক্যাপ ফান্ডে বিনিয়োগ করা যায়।
পঙ্কজ এ বছর যে পাঁচটি লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন সেগুলি হল - আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্লুচিপ ফান্ড, নিপ্পন ইন্ডিয়া লার্জ-ক্যাপ ফান্ড, এইচডিএফসি টপ ১০০ ফান্ড, মোতিলাল ওসওয়াল লার্জ-ক্যাপ ফান্ড এবং বাজাজ ফিনসার্ভ লার্জ-ক্যাপ ফান্ডে বিনিয়োগ করা যায়।
advertisement
5/7
মিড ক্যাপ ফান্ড ক্যাটেগরিতে পঙ্কজ বেছে নিয়েছেন মোতিলাল ওসওয়াল মিড-ক্যাপ ফান্ড, এইচডিএফসি মিড-ক্যাপ অপরচুনিটিজ ফান্ড, হোয়াইটওক মিড-ক্যাপ ফান্ড, এইচএসবিসি মিড-ক্যাপ ফান্ড এবং অ্যাডেলউইস মিড-ক্যাপ ফান্ডকে।
মিড ক্যাপ ফান্ড ক্যাটেগরিতে পঙ্কজ বেছে নিয়েছেন মোতিলাল ওসওয়াল মিড-ক্যাপ ফান্ড, এইচডিএফসি মিড-ক্যাপ অপরচুনিটিজ ফান্ড, হোয়াইটওক মিড-ক্যাপ ফান্ড, এইচএসবিসি মিড-ক্যাপ ফান্ড এবং অ্যাডেলউইস মিড-ক্যাপ ফান্ডকে।
advertisement
6/7
স্মল ক্যাপ ক্যাটেগরিতেও ৫টি ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন পঙ্কজ। সেগুলো হল - মোতিলাল ওসওয়াল স্মল-ক্যাপ ফান্ড, বন্ধন স্মল-ক্যাপ ফান্ড, টাটা স্মল-ক্যাপ ফান্ড, এইচএসবিসি স্মল-ক্যাপ ফান্ড এবং মহিন্দ্রা ম্যানুলাইফ স্মল-ক্যাপ ফান্ড।
স্মল ক্যাপ ক্যাটেগরিতেও ৫টি ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন পঙ্কজ। সেগুলো হল - মোতিলাল ওসওয়াল স্মল-ক্যাপ ফান্ড, বন্ধন স্মল-ক্যাপ ফান্ড, টাটা স্মল-ক্যাপ ফান্ড, এইচএসবিসি স্মল-ক্যাপ ফান্ড এবং মহিন্দ্রা ম্যানুলাইফ স্মল-ক্যাপ ফান্ড।
advertisement
7/7
বিশেষজ্ঞদের মতে, এসআইপি-তে বিনিয়োগ করে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। বিভাবঙ্গল অনুকূতাকারা প্রাইভেট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও সিদ্ধার্থ মৌর্য জানিয়েছেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য এসআইপি-কে আদর্শ মনে করা হয়। একমাত্র এতেই বাজারের ওঠানামা সত্ত্বেও কম দামে বেশি ইউনিট এবং বেশি দামে কম ইউনিট কেনার সুযোগ পান বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগের গড় খরচ সমান হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, এসআইপি-তে বিনিয়োগ করে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। বিভাবঙ্গল অনুকূতাকারা প্রাইভেট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও সিদ্ধার্থ মৌর্য জানিয়েছেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য এসআইপি-কে আদর্শ মনে করা হয়। একমাত্র এতেই বাজারের ওঠানামা সত্ত্বেও কম দামে বেশি ইউনিট এবং বেশি দামে কম ইউনিট কেনার সুযোগ পান বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগের গড় খরচ সমান হয়ে যায়।
advertisement
advertisement
advertisement