Mukesh Ambani on Ratan Tata: ‘রতন, আমার মনে তুমি চিরদিন থেকে যাবে’, প্রিয় বন্ধুবিচ্ছেদে লিখলেন মুকেশ আম্বানি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Mukesh Ambani On 'Dear Friend' Ratan Tata's Death: "নিঃসন্দেহেই দেশের পক্ষে এ এক শোকাকুল দিন। রতন টাটার প্রয়াণ শুধু টাটা গ্রুপেরই ক্ষতি নয়, একই সঙ্গে দেশেরও", লিখলেন মুকেশ আম্বানি।
advertisement
advertisement
advertisement
‘‘ব্যক্তিগত সম্পর্কের কথা যদি বলতে হয়, রতন টাটার প্রয়াণ আমাকে সুগভীর শোকে আচ্ছন্ন করেছে, কেন না আমি আমার প্রিয় বন্ধুকে হারালাম! যতবার ওঁর সঙ্গে কথা হয়েছে, উনি আমায় অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন, আর প্রতিবারই তাঁর চারিত্রিক মহানতা এবং অমূল্য মানবিকতা তাঁর প্রতি আমার শ্রদ্ধা কেবল বর্ধিত করেছে ৷’’ লিখেছেন মুকেশ আম্বানি।
advertisement
মুকেশ আম্বানির মতে, ‘‘বলতে দ্বিধা নেই, রতন টাটার প্রয়াণের সঙ্গে সঙ্গে দেশ তার সর্বাধিক উজ্জ্বল এবং দয়ালু সন্তানকে হারাল! রতন টাকা একদিকে যেমন ভারতকে তুলে ধরেছিলেন বিশ্বদরবারে, তেমনই অন্য দিকে বিশ্বের যা কিছু সেরা তা নিয়ে এসেছিলেন এই দেশে। টাটা পরিবারকে এক প্রতিষ্ঠান রূপে গড়ে তুলেছিলেন তিনিই, ১৯৯১ সালে চেয়ারম্যানের পদপ্রাপ্তির পর থেকে টাটা গ্রুপের সমৃদ্ধি বর্ধিত করেছেন অন্তত ৭০ গুণ, একে পরিণত করেছেন এক আন্তর্জাতিক সংস্থায় ৷’’
advertisement