Money Making Tips: ২২ পয়সার শেয়ার কাঁপিয়ে দিল বাজার, ১ লক্ষ টাকা এই ক'দিনে লাফিয়ে লাফিয়ে বেড়ে ৪ লক্ষ টাকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
money making tips: টাকা আর টাকা...বিনিয়োগের এই সুযোগ কী হারিয়ে ফেললেন...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এক বছরে দেওয়া মাল্টিব্যাগার রিটার্নকমফোর্ট ইনটেক শেয়ার গত এক বছরে ২৮৫ শতাংশ রিটার্ন দিয়েছে। এই মাল্টিব্যাগার শেয়ারের দাম ১ মাসে ১২ শতাংশ এবং ৬ মাসে ৫৩ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০২৪ সালে এ পর্যন্ত কমফোর্ট ইনটেকের স্টক 8 শতাংশ বেড়েছে। একইসঙ্গে এই শেয়ার গত চার বছরে তিন হাজার শতাংশ রিটার্ন দিয়েছে। এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ছিল ১২.২৮ টাকা, যা এটি ২৭ ফেব্রুয়ারি ২০২৪-এ ছুঁয়েছিল। ১৫ মার্চ শুক্রবারের এন্ডিং মূল্যে কোম্পানির বাজার মূলধন ৩২১ কোটি টাকা।
advertisement
ফলে যারা ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিল তাতে রিটার্ন ৪৫ লক্ষ টাকাযদি একজন বিনিয়োগকারী ৪ বছর আগে এই মাল্টিব্যাগার শেয়ারে ১লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন এবং এখন পর্যন্ত তার বিনিয়োগ ধরে রেখেছিলেন, তাহলে আজ তাঁর বিনিয়োগের মূল্য বেড়ে হয়েছে ৪,৫৭২,৭২৭ টাকা। যদি একজন বিনিয়োগকারী ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন তবে তিনি এখন প্রায় ৫ লক্ষ টাকা পাচ্ছেন এবং যিনি ৫ হাজার বিনিয়োগ করেছেন তিনি এখন পাচ্ছেন ২.৫ লক্ষ টাকা।
advertisement
রাজস্ব ২৫ শতাংশ লাফানোচলতি আর্থিক বছরের ২০২৩-২৪-র তৃতীয় ত্রৈমাসিকে, কোম্পানিটি ৪৬.০৩ কোটি টাকার রাজস্ব রেকর্ড করেছে। এটি গত ইকনমিক ইয়ারে একই কোয়ার্টারের তুলনায় ২৫.৬৩ শতাংশ বেশি। একই সময়ে, ত্রৈমাসিক ভিত্তিতে এর রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৭১.৪২ শতাংশ। যদি আমরা শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি, কোম্পানির ৫৭.৪৬ শতাংশ শেয়ার প্রোমোটারদের কাছে এবং ৪২.৫৪ শতাংশ শেয়ার জনসাধারণের কাছে রয়েছে।