Money Making Tips: কোটি টাকা রিটার্ন, সঙ্গে প্রতি মাসে ১ লাখ টাকার পেনশন, এই সরকারি স্কিমে লাভই লাভ
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Money Making Tips: অল্প বয়স থেকেই বিনিয়োগ শুরু করার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। আর লক্ষ্য যদি বড় অঙ্কের পেনশন হয়, তাহলেই তো অবশ্যই।
advertisement
advertisement
advertisement
এতে দু’ধরণের অ্যাকাউন্ট খোলা যায়— টিয়ার ১ এবং টিয়ার ২। প্রথমে টিয়ার ১ অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর টিয়ার ২ অ্যাকাউন্ট চালু করা যায়। যাইহোক, নতুন এনপিএস গাইডলাইন অনুযায়ী, মোট কর্পাস ৫ লাখ টাকার কম হলে সম্পূর্ণ অর্থ তুলে নিতে পারেন বিনিয়োগকারী। কোনও অ্যানুইটি প্ল্যান কেনার প্রয়োজন নেই। এই টাকা সম্পূর্ণ করমুক্ত।
advertisement
কীভাবে প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন পাবেন?যদি ৪০ বছর বয়সে কেউ এনপিএসে বিনিয়োগ শুরু করেন, তাহলে তিনি হাতে ২০ বছর সময় পাচ্ছেন। এই ২০ বছর বিনিয়োগ করেও প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন পাওয়া সম্ভব।এর জন্য প্রতি মাসে ২০,০০০ টাকা এনপিএস অ্যাকাউন্টে জমা করতে হবে।প্রতি বছর ১০ শতাংশ হারে বিনিয়োগ বাড়ালে, ২০ বছর পর মোট কর্পাস দাঁড়াবে প্রায় ৩.২৩ কোটি টাকা।
advertisement
advertisement