Money Making Tips: ঘরে বসে মাসে লাখ টাকা আয়! সামান্য কয়েক টাকায় শুরু করুন 'এই' কাজ, মহিলারা আজই শুরু করতে পারেন

Last Updated:
Money Making Tips: ঘরোয়া ব্যবসা আইডিয়া: সামান্য আর্ট পেপার আর বুদ্ধিতে কীভাবে বাড়িতে বসে প্রতিমাসে হাজার হাজার টাকা রোজগার করবেন?
1/7
ঘরে বসে রোজগার করতে চান? এভাবে প্রতিমাসে মিলবে হাজার হাজার টাকা। দামি কাঁচামালের প্রয়োজন নেই। সামান্য আট পেপার, ফেলে দেওয়া কয়েকটা জিনিস, আঠা আর বুদ্ধিতেই প্রতিমাসে উপার্জন করুন বাড়িতে বসেই। সারাদিনের সব কাজ সেরে মাত্র এক দেড় ঘন্টা বসলেই উপার্জন হবে বেশ।
ঘরে বসে রোজগার করতে চান? এভাবে প্রতিমাসে মিলবে হাজার হাজার টাকা। দামি কাঁচামালের প্রয়োজন নেই। সামান্য আট পেপার, ফেলে দেওয়া কয়েকটা জিনিস, আঠা আর বুদ্ধিতেই প্রতিমাসে উপার্জন করুন বাড়িতে বসেই। সারাদিনের সব কাজ সেরে মাত্র এক দেড় ঘন্টা বসলেই উপার্জন হবে বেশ।
advertisement
2/7
আর এভাবেই উপার্জনের দিশা দেখাচ্ছেন এক গৃহ শিক্ষক। বাড়িতে বসে অবসর সময়কে কাজে লাগিয়ে উপার্জনের নতুন পথ দেখিয়েছেন প্রত্যন্ত গ্রামের এই যুবক। গৃহ শিক্ষকতার পাশাপাশি এই কাজ করে নিজে যেমন স্বনির্ভর হয়েছেন তেমনি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা।
আর এভাবেই উপার্জনের দিশা দেখাচ্ছেন এক গৃহ শিক্ষক। বাড়িতে বসে অবসর সময়কে কাজে লাগিয়ে উপার্জনের নতুন পথ দেখিয়েছেন প্রত্যন্ত গ্রামের এই যুবক। গৃহ শিক্ষকতার পাশাপাশি এই কাজ করে নিজে যেমন স্বনির্ভর হয়েছেন তেমনি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা।
advertisement
3/7
দিনের পর দিন বিভিন্ন অনুষ্ঠানে এক অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ব্যাজ। আগত অতিথিদের বরণ করে নেওয়া এবং তাদের সম্মান জানানোর জন্য তাদের বুকে লাগিয়ে দেওয়া হয় বিভিন্ন ধরনের ব্যাজ। তবে বর্তমান দিনে বদল হয়েছে মানুষের রুচি, বদলাচ্ছে মানুষের চাহিদা। তাই সবার কথা ভেবে এবং সর্বোপরি পরিবেশের কথা মাথায় রেখে এক যুবক তৈরি করছেন এই ব্যাজ।
দিনের পর দিন বিভিন্ন অনুষ্ঠানে এক অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ব্যাজ। আগত অতিথিদের বরণ করে নেওয়া এবং তাদের সম্মান জানানোর জন্য তাদের বুকে লাগিয়ে দেওয়া হয় বিভিন্ন ধরনের ব্যাজ। তবে বর্তমান দিনে বদল হয়েছে মানুষের রুচি, বদলাচ্ছে মানুষের চাহিদা। তাই সবার কথা ভেবে এবং সর্বোপরি পরিবেশের কথা মাথায় রেখে এক যুবক তৈরি করছেন এই ব্যাজ।
advertisement
4/7
রঙিন আর্ট পেপার দিয়ে তৈরি এই ব্যাজ শুধু পরিবেশ বাঁচাবে তা নয়, এই জিনিস বাড়িতে প্রতি মাসে রোজগার হতে পারে কয়েক হাজার টাকা। প্রতিমাসে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে তার হাতে বানানো এই জিনিস। মুনাফা পাচ্ছেন প্রতিমাসে।
রঙিন আর্ট পেপার দিয়ে তৈরি এই ব্যাজ শুধু পরিবেশ বাঁচাবে তা নয়, এই জিনিস বাড়িতে প্রতি মাসে রোজগার হতে পারে কয়েক হাজার টাকা। প্রতিমাসে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে তার হাতে বানানো এই জিনিস। মুনাফা পাচ্ছেন প্রতিমাসে।
advertisement
5/7
বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে কিংবা সাংস্কৃতিক আয়োজনে ব্যাজ অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন আগত অতিথিদের বরণ করে নেওয়ার জন্য এই ব্যাজের ব্যবহার হয়। এই ধরনের ব্যাজ বাজারে কিনতে পাওয়া যায়। ন্যূনতম দামেই পাওয়া যায়। তবে তাতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পরিবেশবান্ধব নয়। তবে প্রায় এক বছর ধরে এক যুবক নিজের বাড়িতেই তৈরি করছেন ব্যাজ। আর্ট পেপার কেটে তাকে বিভিন্ন আকৃতির ব্যাজ তৈরি করছেন তিনি। দিনের পর দিন চাহিদাও বাড়ছে বেশ।
বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে কিংবা সাংস্কৃতিক আয়োজনে ব্যাজ অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন আগত অতিথিদের বরণ করে নেওয়ার জন্য এই ব্যাজের ব্যবহার হয়। এই ধরনের ব্যাজ বাজারে কিনতে পাওয়া যায়। ন্যূনতম দামেই পাওয়া যায়। তবে তাতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পরিবেশবান্ধব নয়। তবে প্রায় এক বছর ধরে এক যুবক নিজের বাড়িতেই তৈরি করছেন ব্যাজ। আর্ট পেপার কেটে তাকে বিভিন্ন আকৃতির ব্যাজ তৈরি করছেন তিনি। দিনের পর দিন চাহিদাও বাড়ছে বেশ।
advertisement
6/7
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা, পেশায় গৃহ শিক্ষক সুধাংশু চিংড়ি। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মানুষের চাহিদা মত বিভিন্ন ধরনের ও বিভিন্ন সাইজের ব্যাজ তৈরি করে দিচ্ছে সে। বিভিন্ন রংবেরঙের আর্ট পেপার দিয়ে তৈরি করছে এই ব্যাজগুলো। অনলাইন এবং অফলাইনে বিক্রি করছে গ্রাহকদের। এছাড়াও গ্রাহকদের পছন্দমত কাগজের ফুলের স্তবকও বানিয়ে দিচ্ছে সে। দামও রয়েছে নাগালের মধ্যে।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা, পেশায় গৃহ শিক্ষক সুধাংশু চিংড়ি। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মানুষের চাহিদা মত বিভিন্ন ধরনের ও বিভিন্ন সাইজের ব্যাজ তৈরি করে দিচ্ছে সে। বিভিন্ন রংবেরঙের আর্ট পেপার দিয়ে তৈরি করছে এই ব্যাজগুলো। অনলাইন এবং অফলাইনে বিক্রি করছে গ্রাহকদের। এছাড়াও গ্রাহকদের পছন্দমত কাগজের ফুলের স্তবকও বানিয়ে দিচ্ছে সে। দামও রয়েছে নাগালের মধ্যে।
advertisement
7/7
বাড়িতে বসে না থেকে অবসর সময়কে কাজে লাগিয়ে সৃজনশীল এই জিনিস বানিয়ে একদিকে যেমন নিজের স্বনির্ভর হচ্ছেন তেমনি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। পাশাপাশি মাসে ভালো উপার্জনও জুটছে। তবে দেরি কেন, আপনিও শুরু করুন এই ব্যবসা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাড়িতে বসে না থেকে অবসর সময়কে কাজে লাগিয়ে সৃজনশীল এই জিনিস বানিয়ে একদিকে যেমন নিজের স্বনির্ভর হচ্ছেন তেমনি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। পাশাপাশি মাসে ভালো উপার্জনও জুটছে। তবে দেরি কেন, আপনিও শুরু করুন এই ব্যবসা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement