Money Making Tips: মেনে চলুন এই কিছু নিয়ম, লাভ হবে দ্বিগুণ ! অভাব হবে না টাকার

Last Updated:
Money Making Tips: কোন পদ্ধতি মেনে চললে ভাল টাকা উপার্জন করতে পারবেন জানেন কী?
1/7
উত্তর দিনাজপুর জেলার খুব গুরুত্বপূর্ণ ফসল হল পাট। পাটকে সোনার আশ বলা হয়। পাট গাছের ছাল দিয়ে পাটের আঁশ তৈরি করা হয়। এবং এই পাটের আঁশ দিয়ে বিভিন্ন প্রকার পাটজাত দ্রব্য যেমন সুতা, থলি, চট , দড়ি,সুতলি ইত্যাদি হয়ে থাকে।
উত্তর দিনাজপুর জেলার খুব গুরুত্বপূর্ণ ফসল হল পাট। পাটকে সোনার আশ বলা হয়। পাট গাছের ছাল দিয়ে পাটের আঁশ তৈরি করা হয়। এবং এই পাটের আঁশ দিয়ে বিভিন্ন প্রকার পাটজাত দ্রব্য যেমন সুতা, থলি, চট , দড়ি,সুতলি ইত্যাদি হয়ে থাকে।
advertisement
2/7
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ, কালিয়াগঞ্জ ,রায়গঞ্জ, ইটাহার, গোয়ালপুকুর-সহ বিভিন্ন ব্লকে এই পাট উৎপাদন হয়ে থাকে। বর্ষা নামতে মূলত এই পাট চাষ শুরু হয়ে যায়। তবে কোন পদ্ধতি মেনে পাট চাষ করলে ভাল টাকা উপার্জন করতে পারবেন জানেন কী?
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ, কালিয়াগঞ্জ ,রায়গঞ্জ, ইটাহার, গোয়ালপুকুর-সহ বিভিন্ন ব্লকে এই পাট উৎপাদন হয়ে থাকে। বর্ষা নামতে মূলত এই পাট চাষ শুরু হয়ে যায়। তবে কোন পদ্ধতি মেনে পাট চাষ করলে ভাল টাকা উপার্জন করতে পারবেন জানেন কী?
advertisement
3/7
কৃষিবিদ গোপেশ্বর রায় জানান, চৈত্র মাসে জমি তৈরি করে পাট রোপন করা হয়। পাট গাছ ম্যাচুরিটি হতে ১২০ দিনের মতো সময় লাগে। একশো কুড়ি দিন পর পাট কেটে সেটা জলাশয়ে পাট ভেজানো হয়। বাজারে কুইন্টাল প্রতি ৪২০০ টাকা দামে বিক্রি হয় পাট।
কৃষিবিদ গোপেশ্বর রায় জানান, চৈত্র মাসে জমি তৈরি করে পাট রোপন করা হয়। পাট গাছ ম্যাচুরিটি হতে ১২০ দিনের মতো সময় লাগে। একশো কুড়ি দিন পর পাট কেটে সেটা জলাশয়ে পাট ভেজানো হয়। বাজারে কুইন্টাল প্রতি ৪২০০ টাকা দামে বিক্রি হয় পাট।
advertisement
4/7
ভাল ভাবে চাষ করতে পারলে এক বিঘা জমিতে ৪ কুইন্টাল পাট হতে পারে। তবে কিছু পদ্ধতি মেনে পাট চাষ করলে তবেই ভাল ফলন পাবেন। পাট চাষের জন্য প্রথমে ভালো জাতের পাট নির্বাচন করতে হবে। পাটের জাত গুলির মধ্যে উল্লেখযোগ্য তোষা পাট, মহারাষ্ট্র বা বোম্বে পাট এছাড়াও বিজিআর আই, সিসি_৪৫ বিভিন্ন ধরনের পাটের জাত উপলব্ধ। তবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে মূলত বোম্বে পাট চাষ করা হয়।
ভাল ভাবে চাষ করতে পারলে এক বিঘা জমিতে ৪ কুইন্টাল পাট হতে পারে। তবে কিছু পদ্ধতি মেনে পাট চাষ করলে তবেই ভাল ফলন পাবেন। পাট চাষের জন্য প্রথমে ভালো জাতের পাট নির্বাচন করতে হবে। পাটের জাত গুলির মধ্যে উল্লেখযোগ্য তোষা পাট, মহারাষ্ট্র বা বোম্বে পাট এছাড়াও বিজিআর আই, সিসি_৪৫ বিভিন্ন ধরনের পাটের জাত উপলব্ধ। তবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে মূলত বোম্বে পাট চাষ করা হয়।
advertisement
5/7
এই পার্টের জন্য একটু উঁচু বা মধ্যম উঁচু জমি নির্বাচন করা প্রয়োজন। পাটের বীজ খুব ছোট বলে পাট ফসলের জমি মিহি এবং গভীর করে চাষ দিতে হয় ।তবে পাট চাষের জন্য খরচ কমাতে হলে যেসব জমিতে আলু বা সবজি করা হয় সেসব জমিতে পাট বপন করলে ভাল ফসল পাওয়া সম্ভব।
এই পার্টের জন্য একটু উঁচু বা মধ্যম উঁচু জমি নির্বাচন করা প্রয়োজন। পাটের বীজ খুব ছোট বলে পাট ফসলের জমি মিহি এবং গভীর করে চাষ দিতে হয় ।তবে পাট চাষের জন্য খরচ কমাতে হলে যেসব জমিতে আলু বা সবজি করা হয় সেসব জমিতে পাট বপন করলে ভাল ফসল পাওয়া সম্ভব।
advertisement
6/7
এছাড়া পাটের বীজ বপণের পর সেই জমিতে পরিমাণমতো ইউরিয়া, জিংক সালফেট, জিপসাম বিভিন্ন ধরনের সার দেওয়া প্রয়োজন। ভালো এবং অধিক ফসল পেতে রোগমুক্ত পরিষ্কার পরিপুষ্ট ও মানসম্মত বীজ ব্যবহার করতে হবে। তবে পাট চাষে আর একটা বিষয় মনে রাখতে হবে পাটের জমিতে জমে থাকা জল নিষ্কাশন করা অত্যন্ত জরুরি। জমিতে বেশি পরিমাণে জল জমলে মাটির ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না ফলে  গাছের শিকড়ের শ্বাস প্রশ্বাস বিঘ্নিত হয়। এবং গাছ স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে না ফলে একটা পর্যায়ে গাছ মারাও যেতে পারে।
এছাড়া পাটের বীজ বপণের পর সেই জমিতে পরিমাণমতো ইউরিয়া, জিংক সালফেট, জিপসাম বিভিন্ন ধরনের সার দেওয়া প্রয়োজন। ভালো এবং অধিক ফসল পেতে রোগমুক্ত পরিষ্কার পরিপুষ্ট ও মানসম্মত বীজ ব্যবহার করতে হবে। তবে পাট চাষে আর একটা বিষয় মনে রাখতে হবে পাটের জমিতে জমে থাকা জল নিষ্কাশন করা অত্যন্ত জরুরি। জমিতে বেশি পরিমাণে জল জমলে মাটির ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না ফলে  গাছের শিকড়ের শ্বাস প্রশ্বাস বিঘ্নিত হয়। এবং গাছ স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে না ফলে একটা পর্যায়ে গাছ মারাও যেতে পারে।
advertisement
7/7
পাট চাষের সময় এই সমস্ত বিষয়গুলি মনে রাখতে হবে। এছাড়া পাট গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায় সে ক্ষেত্রে পাটের জমিতে রোগ পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে হয়।
পাট চাষের সময় এই সমস্ত বিষয়গুলি মনে রাখতে হবে। এছাড়া পাট গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায় সে ক্ষেত্রে পাটের জমিতে রোগ পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে হয়।
advertisement
advertisement
advertisement