Money Making Schemes: SBI, HDFC, PNB ও ICICI থেকে বেশি সুদ দিচ্ছে এই সরকারি স্কিম, ৫ বছরেই মালামাল !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Money Making Schemes: ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ দিচ্ছে কিছু সরকারি স্কিম। বিনিয়োগ করার আগে অবশ্যই চেক করে নিন সুদের হার ৷
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট অথার্ৎ ১ শতাংশ কমানোর পর একাধিক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে দিয়েছে ৷ অন্যদিকে আবার সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস স্কিম (এনএসসি), সিনিয়র সিটিজেন স্কিম (এসসিএসএস) ও অন্য সুদের হার এই ত্রৈমাসিকের জন্য অপরিবর্তিত রেখেছে ৷
advertisement
advertisement
যদি আপনি মাত্র ৫ বছরের জন্য আপনার টাকা বিনিয়োগ করতে চান, তাহলে আপনি টার্ম ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD)-এর মতো স্কিমগুলোর সুবিধা নিতে পারেন। পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD) (৫ বছর) সকল নাগরিকের জন্য ৭.৫% সুদের হার দিচ্ছে, যেখানে NSC ৭.৭% হারের সামান্য বেশি সুদ দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য SCSS ৮.২% সুদের হার দিচ্ছে।
advertisement
অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৫ বছরের টার্ম ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৩% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৮% সুদের হার দিচ্ছে। HDFC ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৬.৪% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৯% সুদের হার দেয়। ICICI ব্যাঙ্ক তুলনামূলকভাবে কিছুটা বেশি সুদের হার দেয়, যা যথাক্রমে ৬.৬% এবং ৭.১%। অন্যদিকে, PNB সাধারণ নাগরিকদের জন্য ৬.৫% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭% সুদের হার প্রদান করে।
advertisement
advertisement
অন্যদিকে, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট এফডিগুলিকেও নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়, তবে এগুলোর নিরাপত্তার একটি সীমা রয়েছে। অধিকাংশ ব্যাঙ্ক ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর আওতায় আসে। তবে, ব্যাঙ্ক গ্রাহকদের মনে রাখা উচিত যে আপনার টাকা ৫ লক্ষ টাকা পর্যন্ত (সুদ-সহ) বিমার আওতায় থাকে। এই সীমার অতিরিক্ত অর্থ ব্যাঙ্ক ব্যর্থ হলে ফেরতও পেতে পারেন, আবার পেতে নাও পারেন।