5 Passive Income Ideas: প্যাসিভ হলেও দারুণ কাজের, দেখে নিন এই কয়েক ইনকাম আইডিয়া কীভাবে সঞ্চয় বাড়িয়ে তুলবে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
5 Passive Income Ideas: যাঁরা মূল কাজের পাশাপাশি বাড়তি সঞ্চয়ের রাস্তা খুঁজছেন, তাঁদের জন্য এই প্যাসিভ ইনকাম আইডিয়াগুলি হতে পারে একদম উপযুক্ত। অল্প খরচে বা পরিশ্রমে কীভাবে লাভ পাওয়া যায়, তা জেনে নিন ।
বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই চাই, কীভাবে নিজেদের আয় আরও বাড়ানো যেতে পারে। এই চাওয়ার মধ্যে বস্তুতত ভুল কিছু নেই। বেঁচে থাকতে হলে পয়সা ছাড়া এক পা-ও চলা যায় না। আবার, হাতে পয়সা থাকলেও যে জীবনযাপন মসৃণ হবে, তারও কোনও মানে নেই। মূল্যস্ফীতি সব সময়েই অর্জিত সম্পদের মূল্য হ্রাস করতে থাকে। তাই টাকা বাড়ানোর জন্য প্রথমেই যে কাজটি সঠিক ভাবে করা প্রয়োজন, তা হল সঠিক জায়গায় বিনিয়োগ। এছাড়াও বিভিন্ন উপায় রয়েছে, যেখান থেকে নিজদের আয়ের পরিমাণ আরও বাড়ানো যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই ৫টি সেরা উপায়।
advertisement
মিউচুয়াল ফান্ড বা স্টক থেকে মাসিক লভ্যাংশ -
লভ্যাংশ প্রদানকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে অথবা ধারাবাহিক আয়ের জন্য ব্লু-চিপ স্টক নির্বাচন করা যেতে পারে। এই বিনিয়োগগুলি মাঝে মাঝে প্যাসিভ পেমেন্টের সঙ্গে মূলধন বৃদ্ধির সম্ভাবনা প্রদান করে। লভ্যাংশ বিতরণের একটি দৃঢ় ট্র্যাক রেকর্ড আছে এমন তহবিল বা কোম্পানিগুলি সার্চ করা যেতে পারে। যদিও রিটার্ন পরিবর্তিত হয়, তবে পুনঃবিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভ উন্নত হয়।
লভ্যাংশ প্রদানকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে অথবা ধারাবাহিক আয়ের জন্য ব্লু-চিপ স্টক নির্বাচন করা যেতে পারে। এই বিনিয়োগগুলি মাঝে মাঝে প্যাসিভ পেমেন্টের সঙ্গে মূলধন বৃদ্ধির সম্ভাবনা প্রদান করে। লভ্যাংশ বিতরণের একটি দৃঢ় ট্র্যাক রেকর্ড আছে এমন তহবিল বা কোম্পানিগুলি সার্চ করা যেতে পারে। যদিও রিটার্ন পরিবর্তিত হয়, তবে পুনঃবিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভ উন্নত হয়।
advertisement
advertisement
advertisement
উচ্চতর স্থির রিটার্নের জন্য পিয়ার-টু-পিয়ার ঋণ দেওয়ার চেষ্টা -
আরবিআই-নিয়ন্ত্রিত পি২পি ঋণ প্ল্যাটফর্মগুলি সরাসরি ক্রেডিট-যাচাইকৃত ব্যক্তিদের ঋণ দিতে সক্ষম করে। প্রত্যাশিত রিটার্ন বার্ষিক ৯-১১% এর মধ্যে থাকে। ঝুঁকি পরিচালনা করার জন্য ঋণগ্রহীতাদের মধ্যে বিনিয়োগ ছড়িয়ে দিতে হবে। সুদ সাধারণত মাসিক বা ত্রৈমাসিকভাবে প্রদান করা হয়।
আরবিআই-নিয়ন্ত্রিত পি২পি ঋণ প্ল্যাটফর্মগুলি সরাসরি ক্রেডিট-যাচাইকৃত ব্যক্তিদের ঋণ দিতে সক্ষম করে। প্রত্যাশিত রিটার্ন বার্ষিক ৯-১১% এর মধ্যে থাকে। ঝুঁকি পরিচালনা করার জন্য ঋণগ্রহীতাদের মধ্যে বিনিয়োগ ছড়িয়ে দিতে হবে। সুদ সাধারণত মাসিক বা ত্রৈমাসিকভাবে প্রদান করা হয়।
advertisement