কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং শুক্রবার জানিয়েছেন তিনটি মুখ্য সচিবালয়ের পরিষেবা সংক্রান্ত কাজের সঙ্গে যাঁরা যুক্ত আছেন সেই সমস্ত কর্মীদের কর্মে পদোন্নতি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
সব মিলিয়ে প্রায় ৮,০০০ কর্মীদের বা আধিকারিকদের প্রমোশন দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সচিবালয়ের সেবা (সিএসএস) স্টেনোগ্রাফার সার্ভিস (সিএসএসএস) এছাড়াও সিএসসিএস সম্বন্ধিত কর্মীদের প্রমোশনের আদেশ জারি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
এই তিন পরিষেবার সঙ্গে সংযুক্ত সিএসএস, সিএসএস, সিএসসিএস অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রশাসনিক রূপে কাজ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
এই সংক্রান্ত বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৮,০৮৯ কর্মীদের মধ্যে ৪,৭৩৪ সিএসএস এর মধ্যে ২,৯৬৬ সিএসএসএস থেকে ও ৩৮৯ সিএসএস থেকে সভা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
এই বিষয়ক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন CSS, CSSS ও CSCS এই সংক্রান্ত কর্মীদের প্রমোশনের নির্দেশ প্রশিক্ষণ বিভাগ (DoPT) অধ্যক্ষতায় বিগত ২ মাস ধরে বেশ কিছু উচ্চস্তরীয় বৈঠকের পরে জারি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন সামগ্রিক বিষয়টি বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক হারে পরিণামের অধীনে আছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
এই বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মীদের পদোন্নতির জন্য সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ৷ এটির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদ জানিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
এই বিষয়ে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সচিবালয়ের প্রতিনিধিদের সাক্ষাৎ করে বিষয়টি অত্যন্ত গভীরতার সঙ্গে পর্যালোচনার কথা জানানো হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
তাঁরা জানিয়েছেন তিন বছর আগে CSS, CSSS ও CSCS কেন্দ্রীয় সচিবালয়ের পক্ষ থেকে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
জানতে পারা গিয়েছে তিন বছরে বিভিন্ন স্তরে প্রায় ৪,০০০ আধিকারিকদের অর্থাৎ বড় সংখ্যায় প্রমোশন দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
এই প্রমোশন বা বেতন বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি নীতি নির্ধারণ কমিটির মাধ্যমে খসড়া ধার্য হয়েছে ৷ প্রতীকী ছবি ৷