দোরগোড়ায় কড়া নাড়ছে গরমকাল। আর কয়েক দিন পর থেকে একটু বেলার দিকে কোথাও বেরোনোর কথা ভাবলেই গায়ে রীতিমতো জ্বর চলে আসবে। আর হেঁটে অথবা বাইকে গেলে তো কথাই নেই। তেতে-পুড়ে একসা অবস্থা হওয়ার জোগাড় হবে। এই অবস্থায় মনে হয় একটা গাড়ি থাকলে যেন দিব্যি আরাম করে বাইরে যাওয়া যেত। কিন্তু গাড়ির দাম তো আকাশছোঁয়া।
ফলে গাড়ির জায়গায় টাকা সাশ্রয় করতে অনেকেই মোটরবাইক কিনে থাকেন। তবে আদতে ব্যাপারটা তেমন নয়। বাইকের সঙ্গে বর্তমানে তুলনা করলে দেখা যাবে তা গাড়ির দামের কাছাকাছিই। আসলে বাইকের দাম বেড়েছে, কিন্তু অন্য দিকে গাড়ির দাম খুব একটা বাড়েনি। এবার আবার মারুতি দিচ্ছে সাশ্রয়ী চার-চাকা কেনার একটা দুর্দান্ত সুযোগও। বাইকের সমান ডাউনপেমেন্ট করে গাড়ি কেনা সম্ভব। আর ইএমআইও তেমন বেশি নয়। মাসিক মাত্র ৫০০০ টাকা। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
আসলে মধ্যবিত্তদের কথা ভেবেই কম বাজেটের নতুন Alto K10 লঞ্চ করেছে মারুতি সুজুকি। নতুন এই গাড়ির বেস মডেলের অন-রোড মূল্য প্রায় ৪.৫০ লক্ষ টাকা পর্যন্ত। যাঁদের বাজেট কম, তাঁরা শুধুমাত্র এর বেস মডেল সহজেই কিনতে পারবেন। এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ফিচারও মিলছে। বাকি ফিচারগুলি পরে আফটার মার্কেট ইনস্টল করা যেতে পারে। সবচেয়ে বড় কথা, এই গাড়ির ইএমআই-ও খুবই কম।
গাড়ির ফিচার: ভারতে গত ১৮ অগাস্ট, ২০২২ তারিখে লঞ্চ হয়েছিল Maruti Alto K10। এই গাড়িতে একটি ১.০ লিটার ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৬৬ বিএইচপি পাওয়ার আউটপুট এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটিতে একটি ৫-স্পিড ম্যানুয়াল ইউনিট অথবা একটি এএমটি গিয়ারবক্সও পাওয়া যায়। প্রসঙ্গত, মারুতি সেলেরিওতেও এই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি Alto 800-এর থেকেও বেশি শক্তিশালী। এর মাইলেজও ২৪ থেকে ৩৩ কিলোমিটার।
কত ইএমআই পরিশোধ করতে হবে?
Alto K10-এর বেস মডেল কেনার জন্য যদি কেউ ১.৩৫ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে থাকেন, তা-হলে ৯ শতাংশ সুদের হার-সহ ৭ বছরের জন্য গাড়ির কিস্তি ৫০০০ টাকার আশপাশে গিয়েই দাঁড়াবে। মারুতি সুজুকির নতুন Alto K10-এর রয়েছে চারটি ভ্যারিয়েন্ট। যথা - Std, LXi, VXi এবং VXi+। সিএনজি ভার্সন VXi মডেলে পাওয়া যাবে। এর টপ মডেলের দাম প্রায় ৬.৬১ লক্ষ টাকা।