Gold: ৪৫ বছর ধরে ৮ আঙুলে পরা আটটি সোনার আংটি! ১৯৯০ সালে ১ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন কত গ্রাম সোনা? এখন দাম...

Last Updated:
Gold: দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন মনভাই বোরিচা। তবে তাঁর অনেক কম বয়স থেকেই গয়নার প্রতি আগ্রহ। তিনি খুব ছোট বয়স থেকেই গহনা সংগ্রহ করতে শুরু করেছিলেন।
1/6
গয়নার প্রতি বেশিরভাগ ভারতীয়েরই আসক্তি রয়েছে। বিশেষত সোনায় গয়নার প্রতি আলাদা আগ্রহ প্রচুর জনের। ভারতীয়দের কাছে সোনালী ধাতুর কদরই আলাদা।
গয়নার প্রতি বেশিরভাগ ভারতীয়েরই আসক্তি রয়েছে। বিশেষত সোনায় গয়নার প্রতি আলাদা আগ্রহ প্রচুর জনের। ভারতীয়দের কাছে সোনালী ধাতুর কদরই আলাদা।
advertisement
2/6
এই আসক্তির কারণেই প্রাচীনকাল থেকেই গয়না পরেন ভারতীয়রা। গুজরাতের আমরেলি জেলার সাভরকুন্ডলা শহরের বাসিন্দা মনভাই বোরিচারও বরাবর আকর্ষণ সোনার গয়নার প্রতি।
এই আসক্তির কারণেই প্রাচীনকাল থেকেই গয়না পরেন ভারতীয়রা। গুজরাতের আমরেলি জেলার সাভরকুন্ডলা শহরের বাসিন্দা মনভাই বোরিচারও বরাবর আকর্ষণ সোনার গয়নার প্রতি।
advertisement
3/6
দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন মনভাই বোরিচা। তবে তাঁর অনেক কম বয়স থেকেই গয়নার প্রতি আগ্রহ। তিনি খুব ছোট বয়স থেকেই গহনা সংগ্রহ করতে শুরু করেছিলেন।

দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন মনভাই বোরিচা। তবে তাঁর অনেক কম বয়স থেকেই গয়নার প্রতি আগ্রহ। তিনি খুব ছোট বয়স থেকেই গহনা সংগ্রহ করতে শুরু করেছিলেন।
advertisement
4/6
বহুবছর আগে থেকেই তাঁর হাতের আট আঙুলে আটটি সোনার আংটি। হাতে পরা মোটা কঙ্গন। ১৯৯০ সালে মনভাই যখন কেনেন এতগুলি গয়না তখন সোনার ভরি ছিল ২৫০০ টাকা।
বহুবছর আগে থেকেই তাঁর হাতের আট আঙুলে আটটি সোনার আংটি। হাতে পরা মোটা কঙ্গন। ১৯৯০ সালে মনভাই যখন কেনেন এতগুলি গয়না তখন সোনার ভরি ছিল ২৫০০ টাকা।
advertisement
5/6
সেকালেই ১ লক্ষ টাকা দিয়ে এতগুলি গয়না কিনেছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৯০ এর মধ্যে তিনি প্রায় ১ লাখ টাকার গহনা কিনেছিলেন। ৪৫ বছর ধরে তিনি পরছেন এই সমস্ত গয়না।
সেকালেই ১ লক্ষ টাকা দিয়ে এতগুলি গয়না কিনেছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৯০ এর মধ্যে তিনি প্রায় ১ লাখ টাকার গহনা কিনেছিলেন। ৪৫ বছর ধরে তিনি পরছেন এই সমস্ত গয়না।
advertisement
6/6
প্রায় ৩০০ গ্রাম ওজনের গয়না তিনি সারাক্ষণই পরে থাকেন। যার মূল‍্য এখন প্রায় দ্বিগুণের কাছাকাছি। তবে সৌরাষ্ট্রে গয়নার পরার চল বহুদিনের।

প্রায় ৩০০ গ্রাম ওজনের গয়না তিনি সারাক্ষণই পরে থাকেন। যার মূল‍্য এখন প্রায় দ্বিগুণের কাছাকাছি। তবে সৌরাষ্ট্রে গয়নার পরার চল বহুদিনের।
advertisement
advertisement
advertisement