প্রায় ৩ লাখ কোটি টাকার ব্যবসা! অযোধ্যা-বারাণসীরও লক্ষ্মীলাভ, ধর্ম আর অর্থনীতির মেলবন্ধন ঘটাল মহাকুম্ভ

Last Updated:
Prayagraj Mahakumbh Income : (Reporter: Gaurav Pandey and Chaturesh Tiwari): মহাকুম্ভে এখনও পর্যন্ত প্রায় ৩ লাখ কোটি টাকার ব্যবসা হয়েছে। কুম্ভের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় অর্থনীতি। এমনটাই জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT। এহেন বিপুল টাকার লেনদেন দেখে থ বাঘা বাঘা আর্থিক বিশেষজ্ঞরাও।
1/8
গৌরব পাণ্ডে, প্রয়াগরাজ: ধর্ম আর অর্থনীতি হাত ধরাধরি করে চলছে মহাকুম্ভে। একদিকে স্নান, পুজো, উপাসনা। অন্য দিকে, লেনদেন, কেনাকাটা, ব্যবসা। ধর্মীয় অনুষ্ঠান রূপান্তরিত হয়েছে বৃহত্তম অর্থনৈতিক যজ্ঞে। এ এক বিস্ময়! মহাকুম্ভে এখনও পর্যন্ত প্রায় ৩ লাখ কোটি টাকার কাছাকাছি ব্যবসা হয়েছে। কুম্ভের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় অর্থনীতি। এমনটাই জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT। এহেন বিপুল টাকার লেনদেন দেখে থ বাঘা বাঘা আর্থিক বিশেষজ্ঞরাও।
গৌরব পাণ্ডে, প্রয়াগরাজ: ধর্ম আর অর্থনীতি হাত ধরাধরি করে চলছে মহাকুম্ভে। একদিকে স্নান, পুজো, উপাসনা। অন্য দিকে, লেনদেন, কেনাকাটা, ব্যবসা। ধর্মীয় অনুষ্ঠান রূপান্তরিত হয়েছে বৃহত্তম অর্থনৈতিক যজ্ঞে। এ এক বিস্ময়! মহাকুম্ভে এখনও পর্যন্ত প্রায় ৩ লাখ কোটি টাকার কাছাকাছি ব্যবসা হয়েছে। কুম্ভের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় অর্থনীতি। এমনটাই জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT। এহেন বিপুল টাকার লেনদেন দেখে থ বাঘা বাঘা আর্থিক বিশেষজ্ঞরাও।
advertisement
2/8
গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভর আসর। CAIT জানাচ্ছে, শুধু প্রয়াগ নয়, আশপাশের ১৫০ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলিতেও প্রচুর ব্যবসা হয়েছে। ভোল বদলে গিয়েছে অযোধ্যা, বারাণসী সহ তীর্থস্থানগুলির।
গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভর আসর। CAIT জানাচ্ছে, শুধু প্রয়াগ নয়, আশপাশের ১৫০ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলিতেও প্রচুর ব্যবসা হয়েছে। ভোল বদলে গিয়েছে অযোধ্যা, বারাণসী সহ তীর্থস্থানগুলির।
advertisement
3/8
CAIT-এর পরিসংখ্যান অনুযায়ী, এবারের মহাকুম্ভে ৩ লাখ কোটি টাকা (৩৬০ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের লেনদেন হয়েছে। CAIT-এর মহাসচিব ও সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল বলেছেন, “এই আয়োজন শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন নয়, আস্থা ও অর্থনীতির গভীর সম্পর্কের বাস্তব উদাহরণ।”
CAIT-এর পরিসংখ্যান অনুযায়ী, এবারের মহাকুম্ভে ৩ লাখ কোটি টাকা (৩৬০ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের লেনদেন হয়েছে। CAIT-এর মহাসচিব ও সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল বলেছেন, “এই আয়োজন শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন নয়, আস্থা ও অর্থনীতির গভীর সম্পর্কের বাস্তব উদাহরণ।”
advertisement
4/8
১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রবীণ খাণ্ডেলওয়াল জানিয়েছেন, প্রাথমিকভাবে ৪০ কোটি ভক্তের আগমন হবে বলে অনুমান করা হয়েছিল। ধারণা করা হয়েছিল, এর ফলে ২ লাখ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে।
১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রবীণ খাণ্ডেলওয়াল জানিয়েছেন, প্রাথমিকভাবে ৪০ কোটি ভক্তের আগমন হবে বলে অনুমান করা হয়েছিল। ধারণা করা হয়েছিল, এর ফলে ২ লাখ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে।
advertisement
5/8
কিন্তু মহাকুম্ভ শুরু হওয়া মাত্র সব হিসেবনিকেশ উল্টে গিয়েছে। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। এই সংখ্যাটা ৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। ফলে ৩ লাখ কোটি টাকার বেশি ব্যবসা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কিন্তু মহাকুম্ভ শুরু হওয়া মাত্র সব হিসেবনিকেশ উল্টে গিয়েছে। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। এই সংখ্যাটা ৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। ফলে ৩ লাখ কোটি টাকার বেশি ব্যবসা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
6/8
CAIT জানিয়েছে, পর্যটন, হোটেল, আবাসন, খাদ্য ও পানীয় শিল্প, পরিবহন, লজিস্টিকস, পূজার সামগ্রী, ধর্মীয় পোশাক, হস্তশিল্প, স্বাস্থ্যসেবা, ওয়েলনেস পরিষেবা, মিডিয়া, বিজ্ঞাপন, বিনোদন, স্মার্ট টেকনোলজি, সিসিটিভি-টেলিকম এবং AI-ভিত্তিক পরিষেবায় সবচেয়ে বেশি লাভ হয়েছে।
CAIT জানিয়েছে, পর্যটন, হোটেল, আবাসন, খাদ্য ও পানীয় শিল্প, পরিবহন, লজিস্টিকস, পূজার সামগ্রী, ধর্মীয় পোশাক, হস্তশিল্প, স্বাস্থ্যসেবা, ওয়েলনেস পরিষেবা, মিডিয়া, বিজ্ঞাপন, বিনোদন, স্মার্ট টেকনোলজি, সিসিটিভি-টেলিকম এবং AI-ভিত্তিক পরিষেবায় সবচেয়ে বেশি লাভ হয়েছে।
advertisement
7/8
তবে শুধু প্রয়াগরাজ নয়, আশপাশের ১৫০ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলিও উপকৃত হয়েছে। চলেছে বিপুল লেনদেন। অযোধ্যা, বারাণসী সহ বিভিন্ন ধর্মীয়স্থানে ভক্তদের ভিড় বেড়েছে, যার ফলে সেখানকার স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়েছে।
তবে শুধু প্রয়াগরাজ নয়, আশপাশের ১৫০ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলিও উপকৃত হয়েছে। চলেছে বিপুল লেনদেন। অযোধ্যা, বারাণসী সহ বিভিন্ন ধর্মীয়স্থানে ভক্তদের ভিড় বেড়েছে, যার ফলে সেখানকার স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়েছে।
advertisement
8/8
মহাকুম্ভের পরিকাঠামো তৈরি এবং উন্নয়নে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল উত্তর প্রদেশ সরকার। এই টাকায় রাস্তাঘাট, ফ্লাইওভার, আন্ডারপাস তৈরি হয়। এর মধ্যে ১৫০০ কোটি টাকা বিশেষভাবে মহাকুম্ভের ব্যবস্থাপনার জন্য বরাদ্দ করা হয়েছিল। এর ফলে শুধু প্রয়াগরাজ নয়, আশপাশের এলাকাগুলোর যাতায়াত ব্যবস্থা ও নাগরিক পরিষেবার মানও উন্নত হয়েছে।
মহাকুম্ভের পরিকাঠামো তৈরি এবং উন্নয়নে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল উত্তর প্রদেশ সরকার। এই টাকায় রাস্তাঘাট, ফ্লাইওভার, আন্ডারপাস তৈরি হয়। এর মধ্যে ১৫০০ কোটি টাকা বিশেষভাবে মহাকুম্ভের ব্যবস্থাপনার জন্য বরাদ্দ করা হয়েছিল। এর ফলে শুধু প্রয়াগরাজ নয়, আশপাশের এলাকাগুলোর যাতায়াত ব্যবস্থা ও নাগরিক পরিষেবার মানও উন্নত হয়েছে।
advertisement
advertisement
advertisement