প্রায় ৩ লাখ কোটি টাকার ব্যবসা! অযোধ্যা-বারাণসীরও লক্ষ্মীলাভ, ধর্ম আর অর্থনীতির মেলবন্ধন ঘটাল মহাকুম্ভ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Prayagraj Mahakumbh Income : (Reporter: Gaurav Pandey and Chaturesh Tiwari): মহাকুম্ভে এখনও পর্যন্ত প্রায় ৩ লাখ কোটি টাকার ব্যবসা হয়েছে। কুম্ভের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় অর্থনীতি। এমনটাই জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT। এহেন বিপুল টাকার লেনদেন দেখে থ বাঘা বাঘা আর্থিক বিশেষজ্ঞরাও।
গৌরব পাণ্ডে, প্রয়াগরাজ: ধর্ম আর অর্থনীতি হাত ধরাধরি করে চলছে মহাকুম্ভে। একদিকে স্নান, পুজো, উপাসনা। অন্য দিকে, লেনদেন, কেনাকাটা, ব্যবসা। ধর্মীয় অনুষ্ঠান রূপান্তরিত হয়েছে বৃহত্তম অর্থনৈতিক যজ্ঞে। এ এক বিস্ময়! মহাকুম্ভে এখনও পর্যন্ত প্রায় ৩ লাখ কোটি টাকার কাছাকাছি ব্যবসা হয়েছে। কুম্ভের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় অর্থনীতি। এমনটাই জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT। এহেন বিপুল টাকার লেনদেন দেখে থ বাঘা বাঘা আর্থিক বিশেষজ্ঞরাও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মহাকুম্ভের পরিকাঠামো তৈরি এবং উন্নয়নে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল উত্তর প্রদেশ সরকার। এই টাকায় রাস্তাঘাট, ফ্লাইওভার, আন্ডারপাস তৈরি হয়। এর মধ্যে ১৫০০ কোটি টাকা বিশেষভাবে মহাকুম্ভের ব্যবস্থাপনার জন্য বরাদ্দ করা হয়েছিল। এর ফলে শুধু প্রয়াগরাজ নয়, আশপাশের এলাকাগুলোর যাতায়াত ব্যবস্থা ও নাগরিক পরিষেবার মানও উন্নত হয়েছে।