Check Whether Your Gold Jewellery Is Real: চুম্বক, জল আর বরফ বলে দেবে আপনার লকারে রাখা গয়না আসল না নকল ?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Check Whether Your Gold Jewellery Is Real: চুম্বক, জল আর বরফ দিয়েই আপনি বাড়িতে বসে সহজে বুঝতে পারবেন গয়না আসল না নকল। সোনা বা রুপো যাচাই করার এই সহজ কৌশলগুলো জানলে আর বাড়তি খরচ করে পরীক্ষার প্রয়োজন হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
ফ্রিজে রাখা বরফের টুকরোও আসল রুপো শনাক্ত করতে সাহায্য করতে পারে। কারণ, রুপো অন্যান্য ধাতুর তুলনায় বেশি গরম হয়। যখন কোনও রুপোর গয়না বা পাত্রে বরফের টুকরো রাখা হয়, তখন যদি তা দ্রুত গলে যায়, তখন বুঝতে হবে রুপোটি আসল নয়, এটি নকল।
রুপোর গয়না আসল না নকল তা শনাক্ত করার আরেকটি সহজ উপায় হতে পারে চুম্বক। কারণ চুম্বক রুপো এবং সোনাকে নিজের দিকে টেনে নেয় না, তবে এতে যদি কিছু ভেজাল থাকে, তখন এটি সোনা-রুপো নিজের দিকে টেনে নেয়। এর থেকে বোঝা যায় গয়নায় কী খাদ মেশানো হয়েছে!
রুপোর গয়না আসল না নকল তা শনাক্ত করার আরেকটি সহজ উপায় হতে পারে চুম্বক। কারণ চুম্বক রুপো এবং সোনাকে নিজের দিকে টেনে নেয় না, তবে এতে যদি কিছু ভেজাল থাকে, তখন এটি সোনা-রুপো নিজের দিকে টেনে নেয়। এর থেকে বোঝা যায় গয়নায় কী খাদ মেশানো হয়েছে!
advertisement
ঘরে বসে সোনা পরীক্ষা করতে চাইলে একটি বড় পাত্রে জল ভরে তাতে গয়না রাখতে হবে। গয়না যদি জলে ডুবে যায়, তাহলে বুঝতে হবে সোনা আসল। আসল সোনা যত হালকাই হোক না কেন, জলে ডুবে যায়।
উৎসবের সময় রুপোর মুদ্রা খুবই জনপ্রিয়। যদি কেউ একটি মুদ্রার রুপোর গুণমাণ পরীক্ষা করতে চায়, তাহলে এটি মাটিতে ফেলে দিতে হবে এবং দেখতে হবে মুদ্রাটি থেকে ঘণ্টার মতো আওয়াজ বের হচ্ছে কি না, হলে বুঝতে হবে এটি আসল রুপো।
উৎসবের সময় রুপোর মুদ্রা খুবই জনপ্রিয়। যদি কেউ একটি মুদ্রার রুপোর গুণমাণ পরীক্ষা করতে চায়, তাহলে এটি মাটিতে ফেলে দিতে হবে এবং দেখতে হবে মুদ্রাটি থেকে ঘণ্টার মতো আওয়াজ বের হচ্ছে কি না, হলে বুঝতে হবে এটি আসল রুপো।
advertisement