পেট্রোল-ডিজেলের পরে রান্নার গ্যাসের দাম কিছুটা কমাতে সামান্য স্বস্তি পেয়েছেন এক শ্রেণির মানুষ ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
সম্প্রতি কেন্দ্র রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোপণ্যের উপরে দামের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন করেছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
মোদি সরকার পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কম করার সঙ্গে সঙ্গে এলপিজিতে ২০০ টাকার ভর্তুকির কথা ঘোষণা করেছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
বাড়িতে বসেই অত্যন্ত সহজেই চেক করতে পারেন অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আসছে কীনা? প্রতীকী ছবি ৷
5/ 13
অতি সহজেই এক মিনিটে জানতে পারা যাবে অ্যাকাউন্টে (LPG Gas Subsidy Update) ভর্তুকির টাকার বিষয়টি ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
এই ভাবেই চেক করতে পারেন ভর্তুকি ৷ সর্বপ্রথম www.mylpg.in সাইটে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
সেই খানে গ্যাস সরবরাহকারী সংস্থার নাম ছবি-সহ আসবে ৷ সেখানেই সার্ভিস প্রোভাইডারের বিকল্প বেছে নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
এরপরেই স্ক্রিনে নতুন উইন্ডো খুলে যাবে ৷ তারপরে স্ক্রিনের ডানদিকে সাইন ইন ও নিউ ইউজার অপশনের ট্যাপ ওপেন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
যদি আগের থেকেই ইউজার আইডি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে সরাসরি লগইন করতে হবে ৷ অন্যথায় নিউ ইউজার হিসাবে প্রবেশ করে ক্রিয়েট করতে হবে লগইন ক্রেডেনশিয়্যাল ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
লগইন করার পরে গ্যাস বুকিং হিস্ট্রিতে ক্লিক করতে হবে ৷ সেখানেই দেখতে পাওয়া যাবে ভর্তুকি দেওয়া হয়েছে বা কবে দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
ভর্তুকির টাকা না পেলে সরাসরি অভিযোগ করতে পারেন টোলফ্রি এই নম্বরে 18002333555 ৷ ভর্তুকি না পেয়ে থাকেন (LPG Gas Subsidy Status) কেন আটকে আছে টাকা ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
এলপিজির ভর্তুকি না পাওয়ার অন্যতম বড় কারণ (LPG Aadhaar Linking) এলপিজি আধার লিঙ্কিং না থাকা ৷ যে সমস্ত মানুষের বার্ষিক আয় ১০ টাকা বা তার থেকে বেশি তাঁধের রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়া হয়না ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
তবে এই ভর্তুকির টাকা পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা যা কিছুদিন আগেই কেন্দ্র ঘোষণা করেছে ৷ প্রতীকী ছবি ৷