LPG Price Hike: দাম বাড়ল গ্যাসের, পুজোর মাসে কলকাতাতেই সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
LPG Price Hike: পুজোর মাসে এই এলপিজি সিলিন্ডারের দামই কপালে ভাঁজ ফেলতে চলেছে আমজনতার।
advertisement
advertisement
advertisement
রাজধানী দিল্লিতেও একই ভাবে দাম বেড়েছে ৪৮.৫ টাকা। সেখানে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খরচ পড়বে এখন ১৭৪০ টাকা। অন্য দিকে, মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে দাম বেড়েছে ৪৮.৫ টাকা এবং ৪৮ টাকা। এই হিসেবে দেশের এই দুই শহরে এখন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পড়বে যথাক্রমে ১৬৯২.৫ টাকা এবং ১৯০৩ টাকা।
advertisement
এবার আসা যাক বাড়িতে যা ব্যবহার করা হয়, সেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামের হিসেবে। উঁহু, চলতি বছরের মার্চ মাস থেকে আর দাম বাড়েনি ঠিকই। এই অক্টোবরেও বাড়ল না, একই রইল। কিন্তু তুলনা করে দেখা যাচ্ছে যে তাতেও দেশের নিরিখে বাঙালির শহরে দুর্গা পূজার আয়োজনের দিনে এলপিজি সিলিন্ডারের দাম বেশি, এখন তা যাচ্ছে ৮২৯ টাকা।
advertisement