LPG Gas: পাইপ লাইনে বাড়ি বাড়ি পৌঁছবে রান্নার গ্যাস! লাগবে না সিলিন্ডার!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
LPG Gas: পাইপলাইন দিয়েই এক্কেবারে সস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস! ইলেকট্রিক বিল এর মতোই মিলবে বিল। বিষয়টা কি? জানুন।
advertisement
হিন্দুস্তান প্যাট্রোলিয়াম সংস্থার মাধ্যমে এবার থেকে ২৪ ঘণ্টা মিলবে এই গ্যাস পরিষেবা। জলপাইগুড়িবাসীর জন্য দ্রুত চালু করা হচ্ছে এই পরিষেবা। সিলিন্ডারের পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমে বাংলার প্রতিটি বাড়িতে গ্যাস পৌঁছানোর সিদ্ধান্ত কয়েক বছর আগেই নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। তা ক্রমেই বাস্তবায়িত হচ্ছে।
advertisement
advertisement
সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের মাধ্যমে এখন খুব সহজেই ঘরে ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস। হিন্দুস্তান প্যাট্রোলিয়াম সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চারণ্য কে এম ডুব্ভুরু জানান, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথম এই পরিষেবা হচ্ছে। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা সহ বিভিন্ন এলাকায় পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে মিটার বসানো হচ্ছে। পরবর্তীতে জলপাইগুড়ি শহর সহ দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতেও চালু করা হবে ঘরে ঘরে গ্যাস পরিষেবা।
advertisement
advertisement