LPG Cylinder Price: উপভোক্তাদের মাথায় হাত! এক ধাক্কায় ২৫০ টাকা বাড়ল সিলিন্ডারের দাম, আপনার শহরে গ্যাসের দাম কত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সরকারি তেল কোম্পানিরা নিজের উপভোক্তাদের জন্য ১ এপ্রিল বড় ঝটকা দিল৷ একধাক্কায় দাম বাড়িয়ে দিল৷ এদিন থেকে গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) এক ধাক্কায় ২৫০ টাকা বাড়িয়ে দিল৷
advertisement
তেল কোম্পানিরা এই বৃদ্ধি করল কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দামে (lpg cylinder price today) করল৷ এই মুহূর্তে রান্নার গ্যাসের ঘরোয়া ব্যবহারকারীদের জন্য দামবৃদ্ধি করেনি৷ ফলে ঘরোয়া উপভোক্তাদের এর প্রভাব পড়বে না৷ কোম্পানিদের ১০ দিন আগে ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি হয়৷ কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম সস্তা হয়েছে৷ হঠাৎ করেই টাকা জোরদার বাড়িয়ে (cylinder price hike) দিয়েছে৷ Photo -File
advertisement
advertisement
advertisement
এদিকে ঘরোয়া গ্যাসের দাম এই মুহূর্তে কলকাতায় ৯৭৬ টাকা (lpg cylinder price), মুম্বইতে ৯৪৯ .৫০ টাকা, পটনায় ১হাজার ৩৯ .৫০ টাকা হয়েছে৷ ২০২২ সালে ১ জানুয়ারি দিল্লিতে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ১,৯৯৮.৫০ টাকা, ১ ফেব্রুয়ারি সেটা খানিকটা কমে গিয়েছিল৷ আবার মার্চে দাম বাড়ে৷ এপ্রিল মাসে ২৫০ টাকা বেড়ে গেল৷ Photo -File