উৎসবের মরশুমে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? কোথায় মিলবে কম সুদে হোমলোন

Last Updated:
তাদের মধ্যে থেকেই সব চেয়ে কম সুদে ঋণ দিচ্ছেন কারা, সেই তালিকায় একবার চোখ রাখা যাক।
1/7
 উৎসবের এই মরশুমে অনেকেই কিনতে চাইছেন অনেক কিছু। সেই তালিকায় বিলাসিতার দিক থেকে হোক বা হোক প্রয়োজনের দিক থেকে- বাড়ির প্রসঙ্গ উঠেই আসছে! কিন্তু বাড়ি কিনতে তো টাকার অঙ্কটা বেশ ভালোই লাগবে , বেশির ভাহ মানুষেরই সেক্ষেত্রে ভরসা হোম লোন। নানা সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক, পাশাপাশি আরও কিছু হাউজিং ফিনান্স কোম্পানি এ ব্যাপারে ঋণ দেওয়ার জন্য যেন মুখিয়ে রয়েছে। তাদের মধ্যে থেকেই সব চেয়ে কম সুদে ঋণ দিচ্ছেন কারা, সেই তালিকায় একবার চোখ রাখা যাক।
উৎসবের এই মরশুমে অনেকেই কিনতে চাইছেন অনেক কিছু। সেই তালিকায় বিলাসিতার দিক থেকে হোক বা হোক প্রয়োজনের দিক থেকে- বাড়ির প্রসঙ্গ উঠেই আসছে! কিন্তু বাড়ি কিনতে তো টাকার অঙ্কটা বেশ ভালোই লাগবে , বেশির ভাহ মানুষেরই সেক্ষেত্রে ভরসা হোম লোন। নানা সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক, পাশাপাশি আরও কিছু হাউজিং ফিনান্স কোম্পানি এ ব্যাপারে ঋণ দেওয়ার জন্য যেন মুখিয়ে রয়েছে। তাদের মধ্যে থেকেই সব চেয়ে কম সুদে ঋণ দিচ্ছেন কারা, সেই তালিকায় একবার চোখ রাখা যাক।
advertisement
2/7
জানিয়ে দেওয়া উচিত হবে যে এই তালিকা ২০ বছরের মেয়াদে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসেবের ভিত্তিতে তৈরি হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক ব্যাঙ্কগুলোর প্রস্তাব!
জানিয়ে দেওয়া উচিত হবে যে এই তালিকা ২০ বছরের মেয়াদে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসেবের ভিত্তিতে তৈরি হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক ব্যাঙ্কগুলোর প্রস্তাব!
advertisement
3/7
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৬.৮৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৪৭৪ টাকা। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই- প্রতি বছরে সুদের হার ৬.৮৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৪৭৪ টাকা।  কানাড়া ব্যাঙ্কের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৬.৯০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৬৯৮ টাকা।  পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের ক্ষেত্রেও তাই- প্রতি বছরে সুদের হার ৬.৯০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৬৯৮ টাকা। . ইউনিয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৬.৯৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৯২৩ টাকা।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৬.৮৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৪৭৪ টাকা। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই- প্রতি বছরে সুদের হার ৬.৮৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৪৭৪ টাকা। কানাড়া ব্যাঙ্কের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৬.৯০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৬৯৮ টাকা। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের ক্ষেত্রেও তাই- প্রতি বছরে সুদের হার ৬.৯০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৬৯৮ টাকা। . ইউনিয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৬.৯৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৭,৯২৩ টাকা।
advertisement
4/7
ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.০০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,১৪৭ টাকা। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.০৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,৩৭৩ টাকা। কোটাক ব্যাঙ্কের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.১০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,৫৯৮ টাকা। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.১৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,৮২৫ টাকা।  ইউকেো ব্যাঙ্কের ক্ষেত্রেও তাই- প্রতি বছরে সুদের হার ৭.১৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,৮২৫ টাকা।
ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.০০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,১৪৭ টাকা। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.০৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,৩৭৩ টাকা। কোটাক ব্যাঙ্কের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.১০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,৫৯৮ টাকা। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.১৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,৮২৫ টাকা। ইউকেো ব্যাঙ্কের ক্ষেত্রেও তাই- প্রতি বছরে সুদের হার ৭.১৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,৮২৫ টাকা।
advertisement
5/7
 আর যদি হাউজিং ফিনান্স কোম্পানির দ্বারস্থ হওয়াই ঠিক মনে হয়, তা হলে চোখ রাখুন এখানে। এলআইসি হাউজিং ফিনান্সের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.০০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,১৪৭ টাকা।  এইডিএফসি-র ক্ষেত্রেও তাই- প্রতি বছরে সুদের হার ৭.০০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,১৪৭ টাকা বাজাজ ফিনসার্ভের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.৫০ শতাংশ, ইএমআই দিতে হবে ৬০,৪১৯ টাকা।  ক্যান ফিন হোমস-এর ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.৯৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৬২,৫০০ টাকা। এএভিএএস ফিনান্সারের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.০০ শতাংশ, ইএমআই দিতে হবে ৬২,৭৩৩ টাকা।
আর যদি হাউজিং ফিনান্স কোম্পানির দ্বারস্থ হওয়াই ঠিক মনে হয়, তা হলে চোখ রাখুন এখানে। এলআইসি হাউজিং ফিনান্সের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.০০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,১৪৭ টাকা। এইডিএফসি-র ক্ষেত্রেও তাই- প্রতি বছরে সুদের হার ৭.০০ শতাংশ, ইএমআই দিতে হবে ৫৮,১৪৭ টাকা বাজাজ ফিনসার্ভের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.৫০ শতাংশ, ইএমআই দিতে হবে ৬০,৪১৯ টাকা। ক্যান ফিন হোমস-এর ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৭.৯৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৬২,৫০০ টাকা। এএভিএএস ফিনান্সারের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.০০ শতাংশ, ইএমআই দিতে হবে ৬২,৭৩৩ টাকা।
advertisement
6/7
রেপকো হোমের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.২৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৩,৯০৫ টাকা। টাটা ক্যাপিটালের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.৫০ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৫,০৮৭ টাকা। পিএনবি হাউজিং ফিনান্সের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৬০ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৫,৫৬২ টাকা।দিওয়ান হাউজিংয়ের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.৭৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৬,২৭৮ টাকা।ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্সের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.৯৯ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৭,৪৩১ টাকা।
রেপকো হোমের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.২৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৩,৯০৫ টাকা। টাটা ক্যাপিটালের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.৫০ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৫,০৮৭ টাকা। পিএনবি হাউজিং ফিনান্সের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৬০ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৫,৫৬২ টাকা।দিওয়ান হাউজিংয়ের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.৭৫ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৬,২৭৮ টাকা।ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্সের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার ৮.৯৯ শতাংশ, ইএমআই দিতে হবে ৬৭,৪৩১ টাকা।
advertisement
7/7
বিস্তারিত জানতে হলে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট দেখুন। প্রয়োজনে সরাসরি কথাও বলতে পারেন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে।
বিস্তারিত জানতে হলে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট দেখুন। প্রয়োজনে সরাসরি কথাও বলতে পারেন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে।
advertisement
advertisement
advertisement