জেনে নিন কীভাবে লাইফ ইনস্যুরেন্স পলিসি ব্যবহার করে লোন পেতে পারেন ! সুদ অনেক কম
Last Updated:
দিন রাত মোবাইলে ফোন আসছে ... 'পার্সোনাল লোন চাই? দু’দিনেই পেয়ে যাবেন!"— কিন্তু এই ধরনের লোভনীয় প্রস্তাবে রাজি হওয়ার আগে মাথায় রাখুন, পার্সোনাল লোন-এর ইন্টারেস্ট আকাশছোঁয়া ! তা হলে? ভাবছেন কোথা থেকে লোন নেবেন? জানেন কি, আপনি জীবন বিমা পলিসি বা লাইফ ইনস্যুরেন্স পলিসি ব্যবহার করেও লোন পেতে পারেন ! জেনে নিন কীভাবে-- Photo Source: Collected
advertisement
জীবন বিমা কেনার প্রথম উদ্দেশ্য হল , যদি আপনার অকালে মৃত্যু হয় সেক্ষেত্রে যাতে আপনার পরিবারকে কোনওরকম আর্থিক অসুবিধার মুখোমুখি হতে না হয়। কিন্তু জীবন বিমা আজকাল বহুমুখী। পলিসি নেওয়া থাকলে বিমা ব্যবহার করে ঋণের সুবিধা পেতে পারেন। পার্সোনাল লোনের তুলনায় সুদের হার অনেকটাই কম । বিমার মূল্য ও কমে যায় না। Photo Source: Collected
advertisement
জীবন বিমা ব্যবহার করে ঋণ নেওয়ার আগে প্রথমেই জানতে হবে আপনার বিমা ব্যবহার করে ঋণ নেওয়া যাবে কি না। আপনার বিমা কাগজ খুলে দেখুন, লোন শব্দটি উল্লেখ করা আছে কি না ! আছে কি না। সব জীবন বিমা ব্যবহার করে ঋণ নেওয়া যায় না। 'মানিব্যাক' পলিসি, 'হোল লাইফ' পলিসি বা 'এনডাওমেন্ট' পলিসির ক্ষেত্রে সাধারণত লোন পাওয়া যায়। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement
advertisement
জীবন বিমা ব্যবহার করে ঋণ নিলে লাইফ ইন্সিওরেন্স কোম্পানি আপনাকে জানিয়ে দেবে কত টাকা ঋণ নিতে পারবেন। সাধারণত দেখা যায়, বিমা দিয়ে লোন নিলে 'সারেন্ডার ভ্যালু'-র ৮০-৮৫% অংশ লোন দেওয়া হয়। যদি পলিসিতে ২ লাখ টাকা 'সারেন্ডার ভ্যালু' হয়, তাহলে এক লক্ষ ৬০ হাজার থেকে এক লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। Photo Source: Collected
advertisement
advertisement
বিমা ব্যবহার করে লোন নিলে সুদের হার নির্ভর করে পলিসি কত পুরনো তার উপর। যত পুরনো পলিসি, প্রিমিয়াম তত বার দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায়, যে ব্যাঙ্ক বিমার বিরুদ্ধে আপনাকে ঋণ দিচ্ছে, সেই ব্যাঙ্ক কর্মীরা সুদের হার বেশি লাগান। এলআইসি বা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অনেক কম টাকা সুদ নেয়। লোন দেওয়া হয় নুন্যতম ৬ মাসের জন্যে। মনে রাখবেন যে একটি জীবন বিমা পলিসির বিরুদ্ধে ঋণ গ্রহণের পরে, পলিসি ধারকদের কিন্তু প্রিমিয়াম দিয়েই যেতে হবে। নইলে, কিছু সংস্থা পলিসিটি বাতিল করতে পারে। Photo Source: Collected