পাখির চোখ ২০১৯ লোকসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই তোড়জোর শুরু করে দিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ৷ সাধারণ মানুষের ভরসা জিততে এবার মোদি সরকার নিয়ে আসতে পারে একাধিক যোজনা ৷ এর আগে দেশের মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য জন ধন অ্যাকাউন্ট নিয়ে এসেছিল সরকার ৷ জিরো ব্যালেন্সে এই অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হয়েছিল ৷ জন ধনের পর এবার আরও একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসতে পারে মোদি সরকার ৷