একাধিক শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল

Last Updated:
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷
1/5
আজ বিশ্ব বাজারে ফের দাম বাড়ল ক্রুড অয়েলের ৷ এর প্রভাব দেশের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দামেও উপরে পড়তে শুরু করেছে ৷ সরকারি তেল সংস্থাগুলি এদিন উত্তরপ্রদেশের বেশ কিছু শহরে পেট্রোল ও ডিজেলের দামে বদল করা হয়েছে ৷ তবে দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে এদিন স্থির রয়েছে জ্বালানির দাম ৷
আজ বিশ্ব বাজারে ফের দাম বাড়ল ক্রুড অয়েলের ৷ এর প্রভাব দেশের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দামেও উপরে পড়তে শুরু করেছে ৷ সরকারি তেল সংস্থাগুলি এদিন উত্তরপ্রদেশের বেশ কিছু শহরে পেট্রোল ও ডিজেলের দামে বদল করা হয়েছে ৷ তবে দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে এদিন স্থির রয়েছে জ্বালানির দাম ৷
advertisement
2/5
সরকারি তেল সংস্থাগুলি এদিন সকালে গৌতম বুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ২৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৭ টাকা হয়েছে ৷ ডিজেল ২১ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯০.১৪ টাকা হয়েছে ৷ লখনউতে পেট্রোল ৪ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৪৪ টাকা হয়েছে ৷ ডিজেল ৩ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৬৪ টাকা হয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় অশোধিত তেলের দাম প্রায় ১.৫ ডলার বেড়ে গিয়েছে ৷ ব্রেন্ট ক্রুডের দাম ১.৪৬ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৮৬.৮৮ ডলার হয়েছে ৷
সরকারি তেল সংস্থাগুলি এদিন সকালে গৌতম বুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ২৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৭ টাকা হয়েছে ৷ ডিজেল ২১ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯০.১৪ টাকা হয়েছে ৷ লখনউতে পেট্রোল ৪ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৪৪ টাকা হয়েছে ৷ ডিজেল ৩ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৬৪ টাকা হয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় অশোধিত তেলের দাম প্রায় ১.৫ ডলার বেড়ে গিয়েছে ৷ ব্রেন্ট ক্রুডের দাম ১.৪৬ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৮৬.৮৮ ডলার হয়েছে ৷
advertisement
3/5
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম- দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১, ডিজেল ৯৪.২৭ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম- দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১, ডিজেল ৯৪.২৭ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
4/5
যে যে শহরে বদলাল জ্বালানির দাম- নয়ডা- পেট্রোল ৯৭ টাকা, ডিজেল ৯০.১৪ টাকা গুরুগ্রাম- পেট্রোল ৯৭.১৮ টাকা, ডিজেল ৯০.০৫ টাকা পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৪৪ টাকা, ডিজেল ৮৯.৬৪ টাকা
যে যে শহরে বদলাল জ্বালানির দাম- নয়ডা- পেট্রোল ৯৭ টাকা, ডিজেল ৯০.১৪ টাকা গুরুগ্রাম- পেট্রোল ৯৭.১৮ টাকা, ডিজেল ৯০.০৫ টাকা পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৪৪ টাকা, ডিজেল ৮৯.৬৪ টাকা
advertisement
5/5
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ সকাল ৬টায় জ্বালানির নয়া রেট দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তারা ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ সকাল ৬টায় জ্বালানির নয়া রেট দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তারা ৷
advertisement
advertisement
advertisement