Gold Price Change: একই দিনে সোনার দামে দ্বিতীয়বার বড় বদল ! দাম কি আরও কমল না বাড়ল ?

Last Updated:
Latest Gold Price: বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে।
1/5
সকালের পর ফের বদলাল সোনার দাম ৷ সোমবার ৫ এপ্রিল দু’বার বদলাল সোনার দাম ৷ গত কয়েকদিনে দাম কমলেও এদিন ফের ঊর্ধ্বমুখী সোনালি ধাতুর দাম ৷ অক্ষয় তৃতীয়ার পর থেকে দাম কমলেও ফের চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে দাম ৷ সম্প্রতি যে ভাবে দাম বৃদ্ধি হয়েছে সোনার তাতে স্বাভাবিত ভাবেই বাজারে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে ৷ অন্যদিকে অবশ্য শেয়ার বাজারে অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে, ইটিএফ এবং কয়েনের মাধ্যমে সোনায় বিনিয়োগ বেড়েছে।
সকালের পর ফের বদলাল সোনার দাম ৷ সোমবার ৫ এপ্রিল দু’বার বদলাল সোনার দাম ৷ গত কয়েকদিনে দাম কমলেও এদিন ফের ঊর্ধ্বমুখী সোনালি ধাতুর দাম ৷ অক্ষয় তৃতীয়ার পর থেকে দাম কমলেও ফের চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে দাম ৷ সম্প্রতি যে ভাবে দাম বৃদ্ধি হয়েছে সোনার তাতে স্বাভাবিত ভাবেই বাজারে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে ৷ অন্যদিকে অবশ্য শেয়ার বাজারে অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে, ইটিএফ এবং কয়েনের মাধ্যমে সোনায় বিনিয়োগ বেড়েছে।
advertisement
2/5
বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
advertisement
3/5
গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার।
গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার।
advertisement
4/5
সোমবার ৫ মে ফের বাড়ল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৮৮৮০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭২৯০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৩৯০৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
সোমবার ৫ মে ফের বাড়ল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৮৮৮০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭২৯০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৩৯০৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement