Gold Price Change: একই দিনে সোনার দামে দ্বিতীয়বার বড় বদল ! দাম কি আরও কমল না বাড়ল ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Latest Gold Price: বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে।
সকালের পর ফের বদলাল সোনার দাম ৷ সোমবার ৫ এপ্রিল দু’বার বদলাল সোনার দাম ৷ গত কয়েকদিনে দাম কমলেও এদিন ফের ঊর্ধ্বমুখী সোনালি ধাতুর দাম ৷ অক্ষয় তৃতীয়ার পর থেকে দাম কমলেও ফের চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে দাম ৷ সম্প্রতি যে ভাবে দাম বৃদ্ধি হয়েছে সোনার তাতে স্বাভাবিত ভাবেই বাজারে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে ৷ অন্যদিকে অবশ্য শেয়ার বাজারে অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে, ইটিএফ এবং কয়েনের মাধ্যমে সোনায় বিনিয়োগ বেড়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement






