

করোনা ও লকডাউনের জেরে দেশের আর্থিক অবস্থা এখন সঙ্কটজনক ৷ এরকম অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগের জন্য সোনা এখন সবচেয়ে সুরক্ষিত অপশন বলে মনে করা হচ্ছে ৷ এর জেরে গত কয়েকদিনে লাগাতার দাম বেড়ে চলেছে সোনার ৷ এই সময় সোনায় ইনভেস্ট করার পরামর্শ দিচ্ছেন মার্কেট বিশেষজ্ঞরা ৷ কারণ এই বছর সোনার দাম বেড়ে ৬০০০০ টাকা প্রতি ১০ গ্রামে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দিল্লিতে সরাফা বাজারে এখন ১০ গ্রাম সোনার দাম প্রায় ৫০ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ৷ তবে ৪৮০০০ টাকায় সোনা কেনার সুযোগ রয়েছে ৷


Sovereign Gold Bond Scheme এ আপনি ৪৮৫২ টাকা প্রতি গ্রামের হিসেবে সোনায় বিনিয়োগ করতে পারবেন ৷ অর্থাৎ ১০ গ্রাম সোনা কেনার জন্য আপনাকে ৪৮৫২০ টাকা খরচ করতে হবে ৷ এই স্কিমে সোনা কেনার সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি ট্যাক্স ছাড়ও পাবেন ৷


এই স্কিমে যে কোনও ব্যক্তি একটি আর্থিক বছরে অধিকতম ৫০০ গ্রাম গোল্ড বন্ড কিনতে পারবেন ৷ এই বন্ডে ন্যূনতম ১ গ্রামে ইনভেস্ট করতে হবে ৷ বিনিয়োগকারীরা ট্যাক্স ছাড়ও পাবেন ৷ স্কিমের মাধ্যমে বিনিয়োগকারী ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন ৷ পাশাপাশি এই স্কিমে বছরে আড়াই শতাংশের হিসেবে সুদ পেয়ে যাবেন ৷ গোল্ড বন্ডে সোনার দাম আরবিআই ঠিক করে থাকে ৷ ধাতু সোনার চাহিদা কমানোর জন্য সরকারের তরফে এই স্কিম লঞ্চ করা হয়েছিল ৷