Pan-Aadhaar এখনও লিঙ্ক করাননি? আজই সময় শেষ, দেখে নিন কীভাবে তাড়াতাড়ি কাজটা হবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
হাতে আর মোটেও সময় নেই। তার মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করালে কী হবে জানেন তো ?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়া, ই-ফাইলিং পদ্ধতিতে PAN-আধার লিঙ্ক করানো সম্ভব। এমনকী লগ-ইন না করেও এই কাজ সেরে ফেলা যাবে। ১. প্রথমে e-Filing Portal-এ যেতে হবে। ২. সেখানে Link Aadhaar লিঙ্কে ক্লিক করতে হবে। PAN, আধার নম্বর, আধার অনুসারে নাম জানিয়ে একটি ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে Link Aadhaar ক্লিক করতে হবে। ৩. সমস্ত তথ্য আয়কর দফতরের তথ্যের সঙ্গে মিলে গেলে সদর্থক মেসেজ পাওয়া যাবে।
advertisement
আবার কেউ চাইলে লগ-ইন করেও লিঙ্ক করাতে পারেন। সেক্ষেত্রে- ১. ই-ফাইলিং পোর্টালে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। ২. তারপর Profile Settings-এ গিয়ে Link Aadhaar খুঁজে বের করতে হবে। এখানে আধার নম্বর, ক্যাপচা কোড দিয়ে Link Aadhaar–এ ক্লিক করতে হবে। ৩. এরপর আবার আধার কার্ড অনুসারে নিজের নাম লিখতে হবে। সব ঠিক থাকলে সফল ভাবে লিঙ্ক করিয়ে ফেলা যাবে।
advertisement
advertisement
advertisement