Krishak Bandhu Scheme: কৃষক বন্ধু প্রকল্পের জরুরি খবর! আধার লিঙ্ক না থাকলে টাকা পাবেন না! এখনই স্ট্যাটাস চেক করুন, প্রক্রিয়া জেনে নিন
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Krishak Bandhu Scheme: কৃষক বন্ধু প্রকল্পের টাকা আধার মারফত পাঠানো হবে। আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা, কীভাবে অনলাইনে চেক করবেন? বিস্তারিত জানুন
কৃষক বন্ধুদের জন্য বড় খবর। আর কিছুদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান হবে। কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত আছে তো? যদি আধার নম্বর যুক্ত না থাকে তাহলে এবারে আপনি টাকা নাও পেতে পারেন। তাই এখনই জেনে নিন আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা। আর যদি না থাকে, কোথায় গেলে কী ভাবে কৃষক বন্ধু প্রকল্পে আধার নম্বর যোগ করা যাবে।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ কৃষি দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের কৃষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত নেই তারা যেন অবিলম্বে ব্লক কৃষি দফতরে যোগাযোগ করেন। কারণ এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আধার মারফত পাঠান হবে। দেরি করলে আপনি এই মরশুমে প্রকল্পের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। তাই দ্রুত এই প্রয়োজনীয় কাজটি সেরেই ফেলুন।
advertisement
এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে বুঝবেন আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা? এজন্য প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে https://krishakbandhu.wb.gov.in/ যেতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর ‘নথিভূক্ত কৃষকের তথ্য’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ভোটার কার্ড নম্বর, মোবাইল নম্বর কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর— যে কোনো একটি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানেই দেখা যাবে আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা।
advertisement
যদি আপনার আধার নম্বর ইতিমধ্যেই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে যাবে। কিন্তু যদি স্ট্যাটাসে দেখা যায় আধার নম্বর যুক্ত নেই তাহলে আর দেরি না করে দ্রুত ব্লক কৃষি দফতরে যান। কারণ আধার নম্বর যোগ না থাকলে এবার থেকে আর প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তাই সমস্যায় পড়ার আগে সব নথিপত্র গুছিয়ে ব্লক কৃষি দফতরে যোগাযোগ করুন।
advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— আধার সংযোগ না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস কপি, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, জমির সর্বশেষ রেকর্ডের জেরক্স, মোবাইল নম্বর এবং প্রদত্ত আধার সংযুক্তিকরণ ফর্ম— এই কয়েকটি নথিপত্র সঙ্গে রাখতে হবে। এই নথিপত্র যাচাই করে আধিকারিকরা আপনার আধার নম্বর প্রকল্পের সঙ্গে যোগ করে দেবেন।
advertisement
ভগবানপুর এক নম্বর ব্লকের সহ কৃষি আধিকারিক জানান, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন থেকে আধার মারফত পাঠান হবে। তাই যাদের আধার নম্বর এখনও প্রকল্পের সঙ্গে যুক্ত করা নেই তাদের ক্ষেত্রে টাকা পেতে বড় সমস্যা হতে পারে। তাই যেসব কৃষকদের আধার লিঙ্ক করা নেই, তারা যেন প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে দ্রুত ব্লক কৃষি দফতরে এসে যোগাযোগ করেন।








