ঘরে বসে জমা দেওয়া যাচ্ছে লাইফ সার্টিফিকেট ? আপনি কী করে সুবিধা নেবেন জানুন এখনই
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
জীবন প্রমাণ পোর্টাল অনুসারে, ১ নভেম্বর থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ২৫.২৭ লাখ জীবন শংসাপত্র জমা দেওয়া হয়েছে।
নভেম্বর মাস চলছে এবং পেনশনভোগীরা ব্যাঙ্কগুলিতে তাঁদের জীবন শংসাপত্র জমা দিতে ব্যস্ত। যে সমস্ত পেনশনভোগীরা ব্যাঙ্কে গিয়ে তাঁদের জীবন শংসাপত্র জমা দিতে অক্ষম, তাঁদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনেকগুলি সহজ বিকল্প দিয়েছে। ভারতে ১ কোটিরও বেশি পেনশনভোগী রয়েছেন। কেন্দ্রীয় সরকারের প্রায় ৫ লাখ পেনশনভোগী এবং একই সংখ্যক রাজ্য ও অন্যান্য সরকারি সংস্থার পেনশনভোগী রয়েছেন।
advertisement
advertisement
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় -১) সবার আগে পেনশনভোগীদের পোর্টাল থেকে জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি ছাড়াও একজন পেনশনভোগীকে UIDAI-এর প্রয়োজনীয় উপায় ব্যবহার করে নিজেদের আঙুলের ছাপ জমা দিতে হবে। ২) OTG কেবল স্মার্টফোনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট রিডার সংযোগ করতে ব্যবহার করা যেতে পারে। জীবন প্রমাণ ওয়েবসাইটে UIDAI-এর বাধ্যতামূলক ডিভাইসগুলির একটি তালিকা রয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
- এরপর OTP এন্টার করতে হবে এবং 'ওকে' অপশনে ক্লিক করতে হবে।- নিচে দেওয়া পরবর্তী স্ক্রিনে, পেনশনভোগীর নাম, পিপিও নম্বর, পেনশনের ধরন, অনুমোদনকারী কর্তৃপক্ষের নাম, বিতরণকারী সংস্থা, ই-মেল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্য এন্টার করতে হবে। এর পরে পুনর্বিবাহিত বিকল্পগুলি, পুনর্নিযুক্ত বিকল্পগুলি সিলেক্ট করতে হবে৷
advertisement
advertisement
জীবন শংসাপত্র সার্টিফিকেট ডাউনলোড করার উপায় -জেনারেট করা জীবন প্রমাণ আইডি বা আধার নম্বর ব্যবহার করে, পেনশনভোগীরা শুধুমাত্র ডিএলসি তৈরির সময়ই ডিএলসি অ্যাক্সেস করতে পারবেন না, জীবন প্রমাণ ওয়েবসাইট (https://jeevanpramaan.gov) থেকে জেনারেট করা ডিজিটাল শংসাপত্রের একটি পিডিএফ কপিও ডাউনলোড করতে পারবেন।