পঞ্চমবারের জন্য বেড়েছে PAN-আধার লিঙ্ক করার সময়, কবে শেষ তারিখ জেনে নিন বিস্তারিত!

Last Updated:
আগামী ৩০ জুন ২০২৩ তারিখের PAN ও আধার লিঙ্ক না করালে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে৷
1/9
সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) PAN-আধার লিঙ্ক করার শেষ তারিখ আরও একদফা বাড়িয়েছে। ৩১ মার্চ ২০২৩-এর পরিবর্তে সংযুক্তির শেষ তারিখ ৩০ জুন ২০২৩ ধার্য করা হয়েছে।
সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) PAN-আধার লিঙ্ক করার শেষ তারিখ আরও একদফা বাড়িয়েছে। ৩১ মার্চ ২০২৩-এর পরিবর্তে সংযুক্তির শেষ তারিখ ৩০ জুন ২০২৩ ধার্য করা হয়েছে।
advertisement
2/9
গত ২৮ মার্চ, ২০২৩ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিবিডিটি জানিয়েছে PAN ও আধার সংযুক্তির জন্য করদাতাদের আরও কিছুটা সময় দেওয়ার জন্য সময়সীমা আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত ২৮ মার্চ, ২০২৩ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিবিডিটি জানিয়েছে PAN ও আধার সংযুক্তির জন্য করদাতাদের আরও কিছুটা সময় দেওয়ার জন্য সময়সীমা আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।
advertisement
3/9
এই নিয়ে পঞ্চমবারের জন্য PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করানোর সময়সীমা বাড়াল সিবিডিটি। কিন্তু আগামী ৩০ জুন ২০২৩ তারিখের PAN ও আধার লিঙ্ক না করালে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে৷
এই নিয়ে পঞ্চমবারের জন্য PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করানোর সময়সীমা বাড়াল সিবিডিটি। কিন্তু আগামী ৩০ জুন ২০২৩ তারিখের PAN ও আধার লিঙ্ক না করালে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে৷
advertisement
4/9
যদিও কোনও অনাবাসী ভারতীয়, অভারতীয় নাগরিক, ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ ভারতীয় নাগরিক এবং জম্মু-কাশ্মীর, অসম এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক নয়। মূলত কর প্রদান ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে এবং কর ফাঁকি এড়াতে সরকার PAN-আধার লিঙ্ক করার কথা জানিয়েছে।
যদিও কোনও অনাবাসী ভারতীয়, অভারতীয় নাগরিক, ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ ভারতীয় নাগরিক এবং জম্মু-কাশ্মীর, অসম এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক নয়। মূলত কর প্রদান ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে এবং কর ফাঁকি এড়াতে সরকার PAN-আধার লিঙ্ক করার কথা জানিয়েছে।
advertisement
5/9
কারও PAN নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী বিপত্তি হতে পারে—
কারও PAN নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী বিপত্তি হতে পারে—
advertisement
6/9
নিষ্ক্রিয় PAN-এ আয়কর রিটার্ন পাওয়া যাবে না। রিফান্ডের ক্ষেত্রে কোনও সুদ দেওয়া হবে না। TDS এবং TCS কাটার ক্ষেত্রে অধিক সুদ আদায় করবে আয়কর দফতর। যে সব ক্ষেত্রে আটকে যাবে লেনদেন—
নিষ্ক্রিয় PAN-এ আয়কর রিটার্ন পাওয়া যাবে না। রিফান্ডের ক্ষেত্রে কোনও সুদ দেওয়া হবে না। TDS এবং TCS কাটার ক্ষেত্রে অধিক সুদ আদায় করবে আয়কর দফতর। যে সব ক্ষেত্রে আটকে যাবে লেনদেন—
advertisement
7/9
যে সব ক্ষেত্রে আটকে যাবে লেনদেন— PAN নিষ্ক্রিয় হয়ে গেলে করদাতার পক্ষে একাধিক লেনদেন করা সম্ভব হবে না। গাড়ি বিমা বা স্থাবর সম্পত্তি কেনাতেও সমস্যা হবে। কী কী সমস্যা হবে জেনে নেওয়া যাক বিস্তারিত,
যে সব ক্ষেত্রে আটকে যাবে লেনদেন— PAN নিষ্ক্রিয় হয়ে গেলে করদাতার পক্ষে একাধিক লেনদেন করা সম্ভব হবে না। গাড়ি বিমা বা স্থাবর সম্পত্তি কেনাতেও সমস্যা হবে। কী কী সমস্যা হবে জেনে নেওয়া যাক বিস্তারিত,
advertisement
8/9
১. গাড়ি কেনার ক্ষেত্রে সমস্যা হবে। ২. গাড়ির বিমা পাওয়া যাবে না। ৩. বেসিক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। ৪. ১০ লক্ষ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তি কেনা যাবে না। ৫. সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে দিনে ৫০ হাজার টাকার বেশি জমা করা যাবে না।
১. গাড়ি কেনার ক্ষেত্রে সমস্যা হবে। ২. গাড়ির বিমা পাওয়া যাবে না। ৩. বেসিক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। ৪. ১০ লক্ষ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তি কেনা যাবে না। ৫. সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে দিনে ৫০ হাজার টাকার বেশি জমা করা যাবে না।
advertisement
9/9
৬. একবারে ৫০ হাজার টাকার বেশি বিদেশি অর্থের লেনদেন করা যাবে না। ৭. ৫০ হাজার টাকার উপরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যাবে না। ৮. ৫০ হাজার টাকার উপরে LIC প্রিমিয়ামেও সমস্যা হবে। ৯. আরবিআই বন্ড, কোম্পানির বন্ড এবং ডিবেঞ্চারে বিনিয়োগ করা যাবে না।
৬. একবারে ৫০ হাজার টাকার বেশি বিদেশি অর্থের লেনদেন করা যাবে না। ৭. ৫০ হাজার টাকার উপরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যাবে না। ৮. ৫০ হাজার টাকার উপরে LIC প্রিমিয়ামেও সমস্যা হবে। ৯. আরবিআই বন্ড, কোম্পানির বন্ড এবং ডিবেঞ্চারে বিনিয়োগ করা যাবে না।
advertisement
advertisement
advertisement