যদিও কোনও অনাবাসী ভারতীয়, অভারতীয় নাগরিক, ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ ভারতীয় নাগরিক এবং জম্মু-কাশ্মীর, অসম এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক নয়। মূলত কর প্রদান ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে এবং কর ফাঁকি এড়াতে সরকার PAN-আধার লিঙ্ক করার কথা জানিয়েছে।